Footballer Death

বাস দুর্ঘটনায় মৃত ফুটবলার এবং সহকারী কোচ, এক সপ্তাহের জন্য বন্ধ দেশের এক নম্বর ফুটবল লিগ

লিগের ম্যাচ খেলতে যাওয়ার পথে বাস দুর্ঘটনা। দলের দুই সদস্য মৃত। বাকি ফুটবলারেরা আহত। হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ১৯:১১
Representative image of football

—প্রতীকী চিত্র।

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় মৃত এক ফুটবলার এবং সহকারী কোচ। মৌলৌদিয়া এল বায়াধ নামে ক্লাবের সদস্য তাঁরা। আলজেরিয়ার সর্বোচ্চ পর্যায়ের ফুটবল লিগে খেলে ওই ক্লাবটি। আপাতত এক সপ্তাহের জন্য লিগ বন্ধ রাখা হয়েছে।

Advertisement

বুধবার আলজেরিয়ার ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে যে দলের রিজার্ভ গোলরক্ষক জাকারিয়া বৌজিয়ানি এবং সহকারী কোচ খালিদ মুফতা মারা গিয়েছেন। ২৭ বছরের বৌজিয়ানি এ বারের মরসুমে দু’টি ম্যাচ খেলেছিলেন। ফেডারেশনের তরফে বলা হয়েছে, “আলজেরিয়ার ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ওয়ালিদ সাদিয়া জানতে পেরেছেন গাড়ি দুর্ঘটনার কথা। তিনি শোকাহত।”

আলজেরিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, সোউজিউর থেকে তিজি ঐজৌ যাচ্ছিল বাসটি। সেখানে জেএসকে কাবাইলির বিরুদ্ধে শুক্রবার ম্যাচ ছিল মৌলৌদিয়ার। সেই রাস্তাতেই দুর্ঘটনা ঘটে। দলের অন্য ফুটবলারেরা হাসপাতালে ভর্তি।

Advertisement
আরও পড়ুন