মারাদোনা কাপ নিয়ে বোকা জুনিয়র্স দল। রয়েছেন দিয়েগোর দুই মেয়েও। ছবি টুইটার
প্রয়াত দিয়েগো মারাদোনার স্মৃতির উদ্দেশে এ বারই প্রথম শুরু হল ‘মারাদোনা কাপ’। সেই ট্রফির প্রথম সংস্করণ জিতে নিল মারাদোনার দেশেরই ক্লাব বোকা জুনিয়র্স। পেনাল্টি শুট-আউটে তারা হারিয়ে দিল বার্সেলোনাকে। উল্লেখ্য, ফুটবল-জীবনে দু’টি ক্লাবেই খেলেছেন মারাদোনা।
সৌদি আরবের রিয়াধে মুখোমুখি হয়েছিল দুই ক্লাব। প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন ফেরান জুতলা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে সমতা ফেরান বোকার এজেকিয়েল জেবায়োস। ম্যাচে আর কোনও গোল হয়নি। এরপর পেনাল্টি শুট-আউটে বোকা জেতে ৪-২ ব্যবধানে।
এই ম্যাচে বার্সেলোনার জার্সিতে প্রত্যাবর্তন হল দানি আলভেসের। ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে ফিরিয়ে এনেছেন বর্তমান কোচ জাভিই। ২০০৮-২০১৬ পর্যন্ত বার্সেলোনায় খেলেছিলেন আলভেস। তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ছ’টি লা লিগা জেতেন তিনি। যদিও সামনের বছরের আগে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে পারবেন না।
উল্লেখ্য, কেরিয়ারের শুরুর দিকে এবং একদম শেষে বোকার হয়ে খেলেছিলেন মারাদোনা। বোকা থেকেই তিনি যোগ দিয়েছিলেন বার্সেলোনা। দু’দলের দ্বৈরথে জয়ী হল মারাদোনার দেশের ক্লাবই।