Real Kashmir

IFA Shield: ইস্টবেঙ্গল মাঠে কাশ্মীরের ট্রফি জয়, টানা দু’বার আইএফএ শিল্ড জিতল তারা

গত বছর জর্জ টেলিগ্রাফকে হারিয়ে প্রথম বার শিল্ড জিতেছিল কাশ্মীর। সে বারের ম্যাচের ফলও ছিল ২-১।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১৭:৫৭
শিল্ড জয়ের পর কাশ্মীর।

শিল্ড জয়ের পর কাশ্মীর। ছবি: টুইটার থেকে

দ্বিতীয় বার আইএফএ শিল্ড জিতল রিয়াল কাশ্মীর। বুধবার শ্রীনিধি ডেকান এফসি-কে ২-১ ব্যবধানে হারিয়ে দিল তারা। ইস্টবেঙ্গল মাঠে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিল উত্তর ভারতের দল।

গত বছর জর্জ টেলিগ্রাফকে হারিয়ে প্রথম বার শিল্ড জিতেছিল কাশ্মীর। সে বারের ম্যাচের ফলও ছিল ২-১। এ বারেও সেই ব্যবধানেই বিপক্ষকে হারিয়ে দিল কাশ্মীর। তবে ৯০ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল ১-১। অতিরিক্ত সময়ের খেলায় নিজের গোলে বল ঢুকিয়ে দেন শ্রীনিধির আওয়াল। সেই গোলেই ম্যাচ জেতে কাশ্মীর।

Advertisement

২৯ মিনিটের মাথায় গিরিক খোসলা পাস বাড়ান ডেভিড মুনোজকে। চকিতে ডানদিকে ঘুরে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন তিনি। কাশ্মীরের বিরুদ্ধে এগিয়ে যায় শ্রীনিধি। ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল তারা। ৯২ মিনিটের মাথায় কাশ্মীরের হয়ে গোল করেন ফ্রান গঞ্জালেস। বুক দিয়ে বল নামিয়ে শট নেন তিনি। অমীমাংসিত ভাবে শেষ হয় ৯০ মিনিটের খেলা। অতিরিক্ত সময়ের গোলে ম্যাচ জেতে কাশ্মীর।

Advertisement
আরও পড়ুন