Bengaluru FC

রুদ্ধশ্বাস জয়ে আইএসএলের ফাইনালে সুনীলের বেঙ্গালুরু

২২ মিনিটে জ়াভি হার্নান্দেসের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। পরে বিপিন সিংহ এবং মেহতাব সিংহের গোলে এগিয়ে যায় মুম্বই। টাইব্রেকারে মেহতাবের শট রুখে দেন গুরপ্রীত সিংহ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ০৯:১২
Sunil Chhetri.

সুনীল ছেত্রী। ফাইল চিত্র।

রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বই সিটি এফসিকে টাইব্রেকারে হারিয়ে আইএসএলের ফাইনালে পৌঁছে গেল সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি। রবিবার ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বই জেতে ২-১ গোলে। কিন্তু প্রথম পর্বে ১-০ গোলে বেঙ্গালুরু জেতায় দুই লেগ মিলিয়ে ফল দাঁড়ায় ২-২। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

২২ মিনিটে জ়াভি হার্নান্দেসের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। পরে বিপিন সিংহ এবং মেহতাব সিংহের গোলে এগিয়ে যায় মুম্বই। টাইব্রেকারে মেহতাবের শট রুখে দেন গুরপ্রীত সিংহ। সন্দেশ ঝিঙ্ঘনের গোলে চলে আসে কাঙ্ক্ষিত জয়।

Advertisement
Advertisement
আরও পড়ুন