La Liga 2024-25

আবার ঘরের মাঠে হার বার্সেলোনার, লেগানেসের বিরুদ্ধে একাধিক সুযোগ নষ্ট ইয়ামালদের

লা লিগায় চতুর্থ ম্যাচ হারল বার্সেলোনা। ঘরের মাঠে গোলের একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হল ইয়ামাল, লেয়নডস্কিদের। তবে পয়েন্ট টেবিলে শীর্ষেই রয়েছে ফ্লিকের দল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৭:২১
Picture of Lamine Yamal

(বাঁ দিকে) লামিনে ইয়ামালেরা লেগানেসের রক্ষণ ভাঙতে পারলেন না। ছবি: এক্স (টুইটার)।

লা লিগায় আবার ঘরের মাঠে হেরে গেল বার্সেলোনা। গোলের একাধিক সুযোগ নষ্ট করে লেগানেসের কাছে ০-১ ব্যবধানে হারল হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। অনেক চেষ্টা করেও গোল করতে পারেনি তারা। হারলেও লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা।

Advertisement

লামিনে ইয়ামালেরা বলের দখল রেখেছিলেন ৮০ শতাংশ সময়। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে মেরেছেন ২০টি শট। তবু পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে হল তাঁদের। ম্যাচের ৪ মিনিটে গোল করে লেগানেসকে এগিয়ে দেন সার্জিয়ো গঞ্জালেজ়। এগিয়ে যাওয়ার পর থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করে অবনমনের আওতায় থাকা দলটি। কিন্তু চেষ্টা করেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেননি বার্সেলোনার ফুটবলারেরা।

ম্যাচের ৪ মিনিটের মাথায় ফ্লিকের দলকে চমকে দেয় লেগানেস। মুনির এল হাদ্দাদির শট বার্সেলোনা গোলরক্ষক ইনাকি পেনার গায়ে লেগে পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। কর্নার পায় লেগানেস। সেই কর্নার থেকেই ফাঁকায় বল পেয়ে যান গঞ্জালেজ়। গোল করতে ভুল করেননি লেগানেস স্ট্রাইকার। এর পর ঘরের মাঠে একের পর এক সুযোগ নষ্ট করেন বার্সার ফুটবলারেরা। বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে এবং প্রতিপক্ষের অর্ধে অধিকাংশ সময় খেলেও লাভ হল না। মাঝে মধ্যে প্রতি আক্রমণে উঠলেও ব্যবধান বাড়াতে পারেনি লেগানেসও। এই প্রথম নয়। আগেও লা লিগার ম্যাচে ঘরের মাঠে হারেছে বার্সেলোনা। সে বার লাস পালমাসের কাছে ১-২ ব্যবধানে হেরেছিলেন রবার্ট লেয়নডস্কিরা।

চতুর্থ ম্যাচ হারলেও লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে বার্সেলোনা। ১৮ ম্যাচে তাঁদের পয়েন্ট ৩৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট। গোল পার্থক্যে পিছিয়ে রয়েছে তারা। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট।

Advertisement
আরও পড়ুন