যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে কোণঠাসা অবস্থায় রোহিত শর্মারা। প্যাট কামিন্সদের ৪৪৫ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ভারতের প্রথম ইনিংসের রান ৪ উইকেটে ৫১। এই পরিস্থিতিতে দিনের খেলার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন যশপ্রীত বুমরা। ভারতের জোরে বোলারকে তাঁর ব্যাটিং নিয়ে খোঁচা দেন এক সাংবাদিক। পাল্টা জবাব দেন ভারতের সহ-অধিনায়কও।
ব্রিসবেনে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন বুমরা। ভারতীয়দের মধ্যে একমাত্র বলার মতো পারফরম্যান্স করেছেন তিনিই। বিশ্বের অন্যতম সেরা বোলারের ব্যাটের হাত তেমন ভাল নয়। অথচ ভারতীয় দলের যা পরিস্থিতি, তাতে ব্যাটিং গুরুত্বপূর্ণ হতে পারে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে এক সাংবাদিক বুমরাকে প্রশ্ন করেন, ‘‘ব্যাটিং নিয়ে আপনার মূল্যায়ন কী? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি হয়তো সেরা ব্যক্তি নন। তবু গাব্বায় এই পরিস্থিতিতে দলের অবস্থা নিয়ে আপনার ধারণা কী?’’ প্রশ্ন শুনে একটু বিরক্ত হলেও মজা করে উত্তর দেন বুমরা। তিনি বলেন, ‘‘প্রশ্নটা বেশ আকর্ষণীয়। আপনি কি আমার ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন? আপনার গুগল করে দেখা উচিত টেস্ট ক্রিকেটে কার কত রান রয়েছে। মজা ছাড়ুন। এখন পরিস্থিতি অন্য রকম।’’ দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে খোঁচা বুঝতে অসুবিধা হয়নি বুমরার। তিনি ওই সাংবাদিককে পাল্টা পরিসংখ্যান দেখার পরামর্শ দেন।
বুমরা বুঝিয়ে দিয়েছেন, প্রয়োজনে ব্যাট হাতেও রুখে দাঁড়াতে পারেন। প্রসঙ্গত তিনি মনে করিয়ে দিয়েছেন ২০২২ সালের বার্মিংহ্যাম টেস্টের কথা। সেই ম্যাচে স্টুয়ার্ড ব্রডকে ৩টি করে চার এবং ছয় মেরেছিলেন। গুরুত্বপূর্ণ সময় ৩৪ রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। নজিরও গড়েছিলেন টেস্ট ক্রিকেটে।
এ বারের বর্ডার-গাওস্কর ট্রফিতে এখনও পর্যন্ত বুমরাই সর্বোচ্চ উইকেট শিকারি। পাঁচটি ইনিংসে ১৮টি উইকেট নিয়েছেন। কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে ৫০টি টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেছেন।