Women Test Cricket

মহিলাদের টেস্ট ক্রিকেটে নতুন নজির, ২৬ বছরের বিশ্বরেকর্ড ভাঙলেন ইংল্যান্ডের ব্যাটার

মহিলাদের টেস্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইংরেজ ব্যাটার ব্র্যান্ট। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সেনেভিরত্নের ২৬ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৬:২৮
Picture of Nat Sciver-Brunt

ন্যাট সিভার-ব্র্যান্ট। ছবি: ইসিবি।

মহিলাদের টেস্ট ক্রিকেটে ভেঙে গেল ২৬ বছরের পুরনো একটি রেকর্ড। নতুন নজির গড়লেন ইংল্যান্ডের ব্যাটার ন্যাট সিভার-ব্র্যান্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্লুমফনটেনের ২২ গজে ১২৮ রানের ইনিংস খেলার মাঝেই রেকর্ড গড়লেন ৩২ বছরের ব্যাটার।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪৫ বলে ১২৮ রানের ইনিংস খেলার ফাঁকে ৯৬ বলে শতরান পূর্ণ করেন ব্র্যান্ট। মহিলাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তাঁর এই শতরানই দ্রুততম। এর আগে রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার চামানি সেনেভিরত্নের দখলে। তিনি ১৯৯৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১০৬ বলে শতরান পূর্ণ করেছিলেন। সেনেভিরত্নের ২৬ বছরের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ব্র্যান্ট। মহিলাদের টেস্টে দ্রুততম শতরানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের শেফালি বর্মা। তিনি ২০২৪ সালে বেঙ্গালুরুতে ১১৩ বলে শতরান পূর্ণ করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই।

ব্র্যান্ট ছাড়াও ইংল্যান্ডের হয়ে শতরান করেছেন ওপেনার মাইয়া বাউচার। তিনি ১২৬ রানের ইনিংস খেলেন। ৯ উইকেটে ৩৯৫ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হেথার নাইট। জবাবে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ১১৭। ওপেন করতে নেমে ৫৮ রানে অপরাজিত আছেন অধিনায়ক লরা ওলভার্ড।

Advertisement
আরও পড়ুন