UEFA Euro 2024

ইউরো কাপে পোল্যান্ডকে ৩-১ হারাল অস্ট্রিয়া, জিতে বেলজিয়ামের উপর চাপ বাড়াল ইউক্রেন

ইউরো কাপে শুক্রবার পোল্যান্ডকে ৩-১ হারিয়ে গ্রুপ ডি-তে লড়াই জমিয়ে দিল অস্ট্রিয়া। গ্রুপে তারা উঠে এল দ্বিতীয় স্থানে। অন্য ম্যাচে, পিছিয়ে পড়েও স্লোভাকিয়াকে হারাল ইউক্রেন। ফলে গ্রুপ ই-তে চাপ বাড়ল বেলজিয়ামের উপর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০২৪ ২৩:২৯
football

গোলের পর অস্ট্রিয়ার ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

অস্ট্রিয়া ৩ পোল্যান্ড ১
ইউক্রেন ২ স্লোভাকিয়া ১

Advertisement

ইউরো কাপে শুক্রবার পোল্যান্ডকে ৩-১ হারিয়ে গ্রুপ ডি-তে লড়াই জমিয়ে দিল অস্ট্রিয়া। আগের ম্যাচে ফ্রান্সের কাছে অল্পের জন্য হারলেও এ দিন পোল্যান্ডকে হারাতে সমস্যা হয়নি অস্ট্রিয়ার। গ্রুপে তারা উঠে এল দ্বিতীয় স্থানে। অন্য ম্যাচে, পিছিয়ে পড়েও স্লোভাকিয়াকে হারাল ইউক্রেন। ফলে গ্রুপ ই-তে চাপ বাড়ল বেলজিয়ামের উপর। প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে হেরে গ্রুপে সবার নীচে তারা।

এ দিন শুরু থেকে পোল্যান্ডকে চাপে ফেলেছিল অস্ট্রিয়া। বিপক্ষের বক্সে একের পর এক ক্রস ভাসাচ্ছিল। ৯ মিনিটেই এগিয়ে যায় তারা। লম্বা থ্রো করেছিলেন ফিলিপো মোয়েনে। পোল্যান্ডের ডিফেন্ডারেরা তা আটকে দিলেও আবার ক্রস উঠে যায় বক্সে। অস্ট্রিয়ার ডিফেন্ডার জার্নট ট্রনার নিখুঁত হেডে বল জালে জড়িয়ে দেন।

গোল পেয়ে আক্রমণে ঝাঁজ আরও বাড়িয়ে দেয় অস্ট্রিয়া। তারা গোল খায়নি গোলকিপার ভয়সিয়েচ সেজ়নির সৌজন্যে। ক্রিস্টোফ বাউমগার্টনার এবং মার্কো আর্নতোভিচের শট আটকে দেন তিনি। এর পরেই সমতা ফেরায় পোল্যান্ড। আক্রমণের সময় অস্ট্রিয়ার ডিফেন্ডারেরা বল ক্লিয়ার করতে পারেননি। পোল্যান্ডের স্ট্রাইকার ক্রিস্টোফ পিয়াতেক ছ’গজ দূর থেকে শটে গোল করেন।

গোল খেয়ে কিছুটা দমে গেলেও অস্ট্রিয়া আক্রমণ চালিয়ে যায়। বলের নিয়ন্ত্রণ ছিল তাদের পায়েই। প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় অস্ট্রিয়া। ৬৭ মিনিটে গোল করেন বাউমগার্টনার। বাঁ দিকের উইং থেকে পাস দিয়েছিলেন আলেকজ়ান্ডার প্রাস। বক্সের মধ্যে ফাঁকায় থাকা বাউমগার্টনার গোল করেন। দু’মিনিট পরেই সমতা ফেরাতে পারত পোল্যান্ড। ক্যারল সুইডেরস্কির শট কোনও মতে বাঁচান অস্ট্রিয়া গোলকিপার।

অস্ট্রিয়া তৃতীয় গোল করে ৭৮ মিনিটে। লম্বা পাস পেয়ে মার্সেল সাবিৎজ়ার একা পেয়ে গিয়েছিলেন সেজ়নিকে। কিন্তু সেজ়নি বক্সের মধ্যে ফেলে দেন সাবিৎজ়ারকে। পেনাল্টি থেকে গোল করেন আর্নতোভিচ।

অন্য ম্যাচে, যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন হারাল স্লোভাকিয়াকে। ২-১ গোলে জিতেছে ইউক্রেন। ইভান শ্রাঞ্জের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল স্লোভাকিয়া। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান মিকোলা শাপারেঙ্কো। খেলার শেষ দিকে শাপারেঙ্কোর পাস থেকেই গোল করেন রোমান ইয়ারেমচুক।

আরও পড়ুন
Advertisement