Cristiano Ronaldo

গোল করেও আল নাসেরকে জেতাতে পারলেন না রোনাল্ডো, বন্ধু বেঞ্জিমার দলের কাছে হার

সৌদি প্রো লিগের লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়ছে আল নাসের। রোনাল্ডো গোল করেও জেতাতে পারছেন না দলকে। বেঞ্জিমার আল ইত্তিহাদের কাছেও হারতে হল রোনাল্ডোদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৪:০৮
picture of Cristiano Ronaldo

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

প্রাক্তন সতীর্থ করিম বেঞ্জিমার দলের বিরুদ্ধে গোল করেও জেতাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল ইত্তিহাদের কাছে ১-২ গোলে হেরে গেল আল নাসের। দল হারলেও ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন পর্তুগিজ স্ট্রাইকার।

Advertisement

সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিলেন দুই বন্ধু। রিয়াল মাদ্রিদে ন’বছর পাশাপাশি খেলার সুবাদে রোনাল্ডো এবং বেঞ্জিমা পরস্পরের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল। তবু শেষ হাসি হাসলেন ফরাসি ফুটবলার। প্রথমার্ধে গোল করতে পারেনি কোনও দলই। প্রথম গোল হয় ৫৫ মিনিটে। ঘরের মাঠে আল ইত্তিহাদকে এগিয়ে দেন বেঞ্জিমা। পিছিয়ে পড়ার পর রোনাল্ডোর নেতৃত্বে আক্রমণের তীব্রতা বৃদ্ধি করে আল নাসের। এই সময় আল নাসেরের চাপে কোণঠাসা অবস্থা হয় বেঞ্জিমাদের। দু’মিনিটের মধ্যে গোল করে দলকে সমতায় ফেরান রোনাল্ডো। ৫৭ মিনিটে গোল করেন সিআর সেভেন।

১-১ হওয়ার পর আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। দু’দলই গোল করার একাধিক সুযোগ নষ্ট করে। ম্যাচের সংযুক্ত সময় আল ইত্তিহাদের পক্ষে জয় সূচক গোল করেন স্টিভেন বার্গউইন। রোনাল্ডো নিজেকে উজাড় করে দিয়েও দলকে জেতাতে পারলেন না সতীর্থদের থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ায়। শেষ তিনটি ম্যাচের দু’টিতেই হারলেন রোনাল্ডোরা।

শুক্রবারের হারের ফলে লিগের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে রোনাল্ডোর আল নাসের। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে বেঞ্জিমার আল ইত্তিহাদ। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬।

Advertisement
আরও পড়ুন