ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।
ইসলাম গ্রহণ করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? সৌদি আরবে খেলতে এসে সিআর সেভেন কি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন? নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে জল্পনা তৈরি হয়েছে রোনাল্ডোরই প্রাক্তন সতীর্থ ওয়ালিদ আবদুল্লার একটি মন্তব্যে।
একটি ম্যাচে গোল করার পর রোনাল্ডোকে মাঠে সাজ়দা (প্রার্থনা) করতে দেখা গিয়েছিল। সেই প্রসঙ্গে আল নাসেরের প্রাক্তন গোলরক্ষক আবদুল্লা বলেছেন, ‘‘রোনাল্ডো সত্যিই ইসলাম গ্রহণ করতে চেয়েছিল। ওর সঙ্গে আমার বিষয়টা নিয়ে কথাও হয়েছিল। তখন রোনাল্ডো আগ্রহও দেখিয়েছিল। একটা ম্যাচে গোল করার পর রোনাল্ডোকে সাজ়দা করতে দেখেছিলাম আমরা। সব সময় বাকি খেলোয়াড়দের প্রার্থনা করার জন্য উৎসাহিত করত। তা ছাড়া ইসলামের বিভিন্ন ধর্মীয় রীতি মেনে চলতেও দেখেছি রোনাল্ডোকে।’’ আবদুল্লা আরও বলেছেন, ‘‘অনুশীলনের সময় আজান শুনতে পেলে রোনাল্ডো কোচকে অনুরোধ করত, নমাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য। গোল করার পর ওকে কয়েক বার ‘আল্লা হু আকবর’ বলতেও শুনেছি।’’
আবদুল্লার মতে, ইসলামের প্রতি রোনাল্ডোর আকর্ষণ তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময়। সেখানে রোনাল্ডোর সতীর্থ ছিলেন মেসুট ওজ়িল এবং করিম বেঞ্জিমা। তাঁরা দু’জনেই পর্তুগাল অধিনায়কের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। যদিও এ নিয়ে রোনাল্ডো কখনও মন্তব্য করেনি। ধর্ম পরিবর্তনের ইচ্ছার কথাও প্রকাশ্যে বলেননি তিনি। তাই আবদুল্লার দাবিতে ঘিরে জল্পনা তৈরি হলেও এমন সম্ভাবনা নেই বলেই মনে করছে ফুটবল মহলের একটা অংশ।