হকির ডার্বি জিতে ইস্টবেঙ্গলের খেলোয়াড়েরা। ছবি: সংগৃহীত।
ফুটবলের ডার্বিতে হারের বদলা নিল ইস্টবেঙ্গল। রবিবার আইএসএলের ডার্বিতে মোহনবাগানের কাছে ১-৩ গোলে হেরেছিল ইস্টবেঙ্গল। সেই হারের ৪৮ ঘণ্টার মধ্যে হকির ডার্বিতে জিতল লাল-হলুদ। মোহনবাগানকে ১-০ গোলে হারাল তারা। ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন গুরজিন্দর সিংহ।
কলকাতা হকি লিগের সুপার সিক্সের ম্যাচে মহমেডান মাঠে মুখোমুখি হয়েছিল দুই প্রধান। দু’দলে ছিলেন জাতীয় দলে খেলা ১৩ জন খেলোয়াড়। মোহনবাগানে যেমন যুবরাজ বাল্মিকী, আফান ইউসুফের মতো খেলোয়াড়েরা ছিলেন, তেমনই ইস্টবেঙ্গলে ছিলেন বিকাশ দাহিয়া, গুরজিন্দরেরা। শেষ পর্যন্ত জাতীয় দলে খেলা গুরজিন্দরই ম্যাচের এক মাত্র গোল করলেন।
২২ বছর পরে গত বছর ১৯ ফেব্রুয়ারি কলকাতা হকি লিগে প্রথম বার মুখোমুখি হয়েছিল দুই প্রধান। দীর্ঘ দিন পরে এই ম্যাচ ঘিরে উত্তেজনা চরমে ছিল। সেই ম্যাচও হয়েছিল মহমেডান মাঠে। ম্যাচ থেকে হাজির হয়েছিলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের কর্তারা। ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার এবং মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত মাঠে ছিলেন। সেই ম্যাচে দু’দলের সমর্থকেরা ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। মাঝপথে খেলা বন্ধ করতে হয়েছিল। পরে আবার সেই অমীমাংসিত খেলা শেষ হয়েছিল।
এ বার যাতে সে রকম কোনও ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন বেঙ্গল হকির কর্তারা। মাঠে পুলিশি নিরাপত্তা যথেষ্ট ছিল। ডার্বি দেখার কোনও টিকিট বিক্রি করা হয়নি। এ বার জিতে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল।