Deepika Kumari

অলিম্পিক্সের আগে বিশ্বের এক নম্বর তিরন্দাজ দীপিকা

স্বামী অতনু দাসের সঙ্গে জুটি বেঁধে মিশ্র রিকার্ভ বিভাগে নেদারল্যান্ডসকে হারিয়ে সোনা জিতে নেন তাঁরা

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ১৬:৩৬
দীপিকা কুমারি

দীপিকা কুমারি ফাইল চিত্র

অলিম্পিক্সের আগে দারুণ ছন্দে রয়েছেন তিরন্দাজ দীপিকা কুমারী। স্টেজ ৩ বিশ্বকাপের মঞ্চে তিনটি সোনা জেতার পর সোমবার ফের এক নম্বরে উঠে এসেছেন তিনি। ২০১২ সালের পর ফের শীর্ষস্থানে এই বঙ্গবধূ। একমাত্র মহিলা হিসেবে অলিম্পিক্সে তিরন্দাজিতে যোগ্যতা অর্জন করেছেন দীপিকা।

মেক্সিকোর বিরুদ্ধে অঙ্কিতা ভকত ও কোমলিকা বারিকে নিয়ে মহিলাদের রিকার্ভ আর্চারিতে সহজেই জয় পেয়ে যান দীপিকা। সোনা এনে দেন ভারতকে। এরপর তাঁর স্বামী অতনু দাসের সঙ্গে জুটি বেঁধে মিশ্র রিকার্ভ বিভাগে নেদারল্যান্ডসকে হারিয়ে সোনা জিতে নেন তাঁরা। তবে এবার পিছিয়ে থেকে জয় ছিনিয়ে আনেন ভারতীয় দম্পতি। একটা সময় ০-২ তে পিছিয়ে পড়লেও ৫-৩ এ জিতে সোনা পান তাঁরা।

Advertisement

রবিবার নিজের তৃতীয় সোনা জিততেও সমস্যা হয়নি তাঁর। রাশিয়ার এলিনা ওসিপোভাকে ৬-০ তে হারিয়ে দেন দীপিকা। এর ফলে চতুর্থ বার ব্যক্তিগত বিভাগে সোনা জিতে নেন তিনি। সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে ৯টি সোনা, ১২টি রূপো ও ৭টি ব্রোঞ্জ জিতেছেন দীপিকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement