গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়াম। ছবি: পিটিআই।
বুধবার গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা। দু’দলই নামছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। গত বারও এই দুই দলের ম্যাচ হয়েছিল একই স্টেডিয়ামে। সেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। বুধবারও কি একই জিনিস দেখা যাবে?
কলকাতা প্রথম ম্যাচে হেরেছে বেঙ্গালুরুর কাছে। রাজস্থান হেরেছে হায়দরাবাদের কাছে। বুধবার রাজস্থানের হোম ম্যাচ। গত দু’বছর ধরেই রাজস্থান নিজেদের দু’টি হোম ম্যাচ খেলে বর্ষাপারা স্টেডিয়ামে। বুধবার রাজস্থানের প্রথম হোম ম্যাচ।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা মাত্র চার শতাংশ। অর্থাৎ হবে না বললেই চলে। সন্ধ্যার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। দিনের বেলা তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি। রাতে তা কমে ২০ ডিগ্রি হবে। ফলে মনোরম আবহাওয়াতেই খেলতে পারবে দুই দল। খুব জোরে হাওয়া বওয়ারও সম্ভাবনা নেই।
বর্ষাপারা স্টেডিয়ামে সাদা বলের ক্রিকেটে সাধারণত ব্যাটারেরাই সুবিধা পান। বোলারদের জন্য বিশেষ কিছু থাকে না। দ্বিতীয় ইনিংসে শিশির পড়ার সম্ভাবনা থাকছে। ফলে পরে ব্যাট করলে একটু সুবিধা পাওয়া যেতে পারে। যদিও এ বার থেকে বোর্ড দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় বল ব্যবহারের অনুমতি দেওয়ায় বোলিং দলও সুবিধা পাবে।
প্রথম ম্যাচে হায়দরাবাদের ব্যাটারদের কাছে মার খেয়েছেন রাজস্থানের বোলারেরা। বুধবার তাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ। অন্য দিকে, কলকাতার ব্যাটিং বিভাগ ব্যর্থ হয়েছে বেঙ্গালুরুর বিরুদ্ধে। ফলে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংহদের দিকে তাকিয়ে তারা।