আক্ষরিক অর্থেই নিজের যাত্রাভঙ্গের ব্যবস্থা করে ফেললেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় বছরে মোট যত গাড়ি তৈরি হয়, বিক্রি হয় তার দেড় গুণেরও বেশি। আমদানি করা গাড়ির উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে ট্রাম্প গাড়ির দাম বাড়ার ব্যবস্থা পাকা করলেন। এখন প্রশ্ন, সে দেশেও কি চালু হতে চলেছে শেয়ারের অটো? হাইওয়ে অধ্যুষিত দেশে কাজেকর্মে যেতে হলে সকাল সকাল লোকে এ বার মিনিবাস স্ট্যান্ডে গিয়ে লাইনে দাঁড়াবে? লোকাল ট্রেনে ঝুলবে? পেট্রল-লবি কী বলছে?