Virat Kohli

কোহলির শট থেকে কোনও মতে বাঁচলেন ক্রুণাল, অনুশীলনে দুর্ঘটনা এড়ালেন বেঙ্গালুরুর ক্রিকেটার

আগামী শুক্রবার চেন্নাইয়ের বিরুদ্ধে নামছে বেঙ্গালুরু। আইপিএলে এই লড়াইকে ‘দক্ষিণী ডার্বি’ বলা হয়ে থাকে। দু’দলের কাছেই এটি সম্মানের লড়াই। সেই ম্যাচের আগে বড় চোট পাওয়ার থেকে বাঁচলেন আরসিবি ক্রিকেটার ক্রুণাল পাণ্ড্য। কী হয়েছিল?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১১:৪৪
cricket

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

আগামী শুক্রবার চেন্নাইয়ের বিরুদ্ধে নামছে বেঙ্গালুরু। আইপিএলে এই লড়াইকে ‘দক্ষিণী ডার্বি’ বলা হয়ে থাকে। দু’দলের কাছেই এটি সম্মানের লড়াই। সেই ম্যাচের আগে বড় চোট পাওয়ার থেকে বাঁচলেন আরসিবি ক্রিকেটার ক্রুণাল পাণ্ড্য। অনুশীলনে চোট পেতে পারতেন তিনি।

Advertisement

মঙ্গলবার অনুশীলনে ক্রুণালের বলে ব্যাট করছিলেন বিরাট কোহলি। হঠাৎই কোহলির একটি শট সোজাসুজি ধেয়ে আসে ক্রুণালের পা লক্ষ্য করে। কোনও মতে দু’পা দু’দিকে সরিয়ে নেন ক্রুণাল। পায়ে বলের আঘাত পাওয়া থেকে বেঁচে যান তিনি। আরসিবির পোস্টে বিরাটের শটের প্রশংসার পাশাপাশি ক্রুণালের রিফ্লেক্সেরও প্রশংসা করা হয়েছে।

কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভাল বল করেছিলেন ক্রুণাল। তিনটি উইকেট নেওয়ার পাশাপাশি রানও কম দিয়েছিলেন। চেন্নাই ম্যাচের আগে তিনি চোট পেলে সেটা মোটেই ভাল ব্যাপার হত না বেঙ্গালুরুর কাছে। আশার খবর হল, কোনও চোট লাগেনি ক্রুণালের। তিনি সুস্থই আছেন।

এ দিকে, কেকেআরের ম্যাচ চলাকালীন দলের ক্রিকেটার স্বস্তিক চিক্কারার একটি কাণ্ড প্রকাশ্যে এসেছে। সাজঘরে সবাই বসে থাকার সময় হঠাৎই কোহলির ব্যাগ থেকে তাঁর অনুমতি ছাড়া একটি পারফিউম তুলে নেন স্বস্তিক। তাঁর কাণ্ড দেখে বাকিরা হাসতে থাকেন। স্বস্তিক জানান, কোহলি পারফিউমে ভাল গন্ধ রয়েছে কি না সেটা পরীক্ষা করার জন্যই তিনি ওই কাজ করেছেন। পরে কোহলি তাঁকে জিজ্ঞাসা করেন, গন্ধ কেমন? স্বস্তিক বলেন, “দারুণ। তোমাকে জানানোর জন্যই পরীক্ষা করে দেখলাম।”

Advertisement
আরও পড়ুন