হার্দিক পাণ্ড্য (বাঁ দিকে) ও মহম্মদ শামি। —ফাইল চিত্র
বিশ্বকাপে আবার কবে ভারতীয় দলে ফিরবেন হার্দিক পাণ্ড্য? যা খবর, তাতে সেমিফাইনালের আগে পাওয়া যাবে না ভারতীয় অলরাউন্ডারকে। ভারতের সেমিফাইনালে ওঠা প্রায় পাকা। যদি সেমিফাইনালে হার্দিক ফেরেন, তা হলে কাকে বাইরে বসতে হবে? আবার কি মহম্মদ শামির উপরেই কোপ পড়বে?
হার্দিক চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দু’জন ক্রিকেটার। সূর্যকুমার যাদব ও শামি। অর্থাৎ, এক জন অলরাউন্ডারের বদলে এক ব্যাটার ও এক বোলার নেওয়া হয়েছিল। বাদ পড়েছিলেন দলের আর এক অলরাউন্ডার শার্দূল ঠাকুর। সূর্য দু’টি ম্যাচের মধ্যে একটি ম্যাচে রান করেছেন। কিন্তু শামি রয়েছেন বিধ্বংসী ফর্মে। তাই তাঁকে বাদ দেওয়া সহজ হবে না।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে ৫ উইকেট নিয়েছেন শামি। পরের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৪ উইকেট। অর্থাৎ, দু’টি ম্যাচে ৯ উইকেট। ভারতের পেস আক্রমণের মধ্যে মহম্মদ সিরাজ খুব একটা ভাল ফর্মে নেই। রান দিচ্ছেন। পাওয়ার প্লে-তে উইকেট নিতে পারছেন না। ফলে যশপ্রীত বুমরার সঙ্গে পেস আক্রমণ সামলাচ্ছেন শামি। সিরাজের ফর্মের অভাব ঢাকছেন। শামি যে ফর্মে রয়েছেন তাতে তাঁকে বসালে নিজেদের পায়ে কুড়ুল মারবেন রোহিতেরা। এখন যা অবস্থা তাতে এই ভুল হয়তো তাঁরা করবেন না। অর্থাৎ, হার্দিকের বদলে শামি ঢুকলেও শামিকে বাদ দিয়ে হার্দিককে নেওয়া হবে না। সে ক্ষেত্রে বাদ যেতে পারেন কোনও এক ব্যাটার।
হার্দিক দলে ঢোকার অর্থ, এক জন অতিরিক্ত ব্যাটার ও বোলার আসা। এখন ভারত পাঁচ জন বিশেষজ্ঞ বোলার খেলাচ্ছে। অর্থাৎ, হার্দিক ঢুকলে অতিরিক্ত এক বোলারের বিকল্প হাতে পাবেন রোহিত। আবার এক জন অতিরিক্ত ব্যাটারও পাবেন তিনি। সে ক্ষেত্রে শ্রেয়স আয়ার বা সূর্যের মধ্যে কাউকে বসতে হতে পারে।
ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লালের মতে, সূর্য নন, শ্রেয়সকে বসতে হবে হার্দিক ফিরলে। তিনি বলেন, ‘‘দলে অলরাউন্ডারের গুরুত্ব খুব বেশি। দলের ভারসাম্য চলে আসে। হার্দিককে তাই ভারতীয় দলে দরকার। আমার মনে হয়, হার্দিক এলে শ্রেয়সকে বসতে হবে। কারণ, ব্যাটারদের মধ্যে ওকেই নড়বড়ে দেখাচ্ছে। হার্দিক ও সূর্য ফিনিশারের কাজটা করতে পারবে। তাই আমার মনে হচ্ছে হার্দিক এলে শ্রেয়সকে বসতে হবে।’’
তবে শামিকে কোনও ভাবেই বাদ দেওয়া উচিত নয় বলে মনে করেন মদন। তাঁর কথায়, ‘‘শামি এখন বিশ্বের সেরা বোলার। ও যে ভাবে বল করছে তাতে প্রতিপক্ষ ভয় পাচ্ছে। ভারতকে বিশ্বকাপ জিততে হলে শামির এই ফর্মে থাকা দরকার। তাই ওকে বসানোর কোনও প্রশ্নই নেই।’’