PV Sindhu

বিমানে প্রেমে পড়েছিলেন সিন্ধু, স্বামীর সঙ্গে কী ভাবে এগিয়েছে তাঁর সম্পর্ক?

আগে পরিচয় থাকলেও তাঁদের মধ্যে সম্পর্ক ছিল না। তবু কী ভাবে পরস্পরকে বিয়ের সিদ্ধান্ত নিলেন, কী ভাবে এগিয়ে সম্পর্ক জানিয়েছেন সিন্ধু।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ২৩:০৭
Picture of PV Sindhu\\\'s Marriage

বিয়ের অনুষ্ঠানে বেঙ্কট দত্ত সাই এবং পিভি সিন্ধু। ছবি: এক্স (টুইটার)।

সম্প্রতি বিয়ে করেছেন পিভি সিন্ধু। দু’বার অলিম্পিক্স পদকজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় জানিয়েছেন স্বামী বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে আলাপ এবং প্রেমের কথা। কী ভাবে আলাপ হয় তাঁদের? কী ভাবে এগোয় তাঁদের সম্পর্ক?

Advertisement

আগে পরিচয় থাকলেও তাঁদের মধ্যে কোনও সম্পর্ক ছিল না। তা হলে কী করে পরস্পরের সঙ্গে জড়িয়ে পড়লেন? এক সাক্ষাৎকারে সিন্ধু বলেছেন, ‘‘একটা বিমান যাত্রার সময় আমাদের মধ্যে আবার নতুন করে যোগাযোগ হয়। সেই যাত্রাটা আমাদের কাছাকাছি এনেছিল। মনে হয়েছিল আমরা এক জায়গায় আসতে পেরেছি। বলতে পারেন, প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়ার মতো ছিল অনেকটা। তখন থেকেই একটা অনুভূতি তৈরি হয়েছিল।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমাদের বাগ্‌দানের অনুষ্ঠানটাও ছিল আন্তরিকতায় মোড়া। শুধু আমাদের খুব ঘনিষ্ঠেরাই উপস্থিত ছিল। খুব আবেগঘন এবং অর্থবহ একটা ঘটনা। ওই মুহূর্তটাকে আমরা আজীবন লালন করতে চাই।’’

বিয়ের পরিকল্পনা কখন করলেন? সিন্ধু বলেছেন ‘‘বিয়ের পরিকল্পনাটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। কারণ খেলোয়াড় হিসাবে ভীষণ ব্যস্ত থাকতে হয় আমাকে। বিশেষ দিনটি কী ভাবে চাই তা নিয়ে একটা স্পষ্ট ধারণা ছিল আমার। সে ভাবেই আমরা পরিকল্পনা করা চেষ্টা করেছি। বেঙ্কটও আমার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য সব রকম চেষ্টা করেছে। আমরা এক সঙ্গে সবটা করেছি। নিশ্চিত করার চেষ্টা করেছি যাতে আমাদের গল্প এবং ব্যক্তিত্ব বিয়ের অনুষ্ঠানে প্রতিফলিত করা যায়।’’

Advertisement
আরও পড়ুন