শান্তাকুমারন শ্রীসন্থ। — ফাইল চিত্র।
লেজেন্ডস লিগ ক্রিকেট সাধারণত বয়স্ক ক্রিকেটারদের আরও এক বার মাঠে নামার মঞ্চ। ভারতের বিভিন্ন ছোট শহরে এই লিগ দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। সেটাই যে ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দেবে তা কে জানত! বুধবার গৌতম গম্ভীর এবং শান্তাকুমারন শ্রীসন্থের মধ্যে ঝামেলাই মুখ্য আলোচনার বিষয়। আগে শ্রীসন্থ জানিয়েছিলেন, তাঁকে একটি শব্দে আক্রমণ করছিলেন গম্ভীর। সেই শব্দটি কী তা প্রকাশ্যে আনলেন বৃহস্পতিবার দুপুরে।
এ দিন ইনস্টাগ্রামে লাইভে আসেন শ্রীসন্থ। সেখানে তিনি বলেন, “কালকের ঘটনার পর থেকে অনেক খবরই চোখে পড়েছে। অনেক খ্যাতনামীই ভুল খবর ছড়াতে ভালবাসেন। তাই আমার মনে হল লাইভে এসে সবটা আবার পরিষ্কার করা দরকার। গম্ভীর যে রকম লোক তাতে অনেক টাকা খরচা করে নিজের প্রিয় লোকদের দিয়ে অন্য কথা বলাতেই পারে। আমি সাধারণ মানুষ। নিজের লড়াই নিজেকেই লড়তে হয়।”
এর পরেই শ্রীসন্থের সংযোজন, “আমি আগে কিছু বলিনি। কোনও ইন্ধন দিইনি। কিন্তু আমাকে বার বার বলতে লাগল, ‘ফিক্সার, ফিক্সার, তুমি ম্যাচ ফিক্সার।’ আমার দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক ভাবে হাসছিল। ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ করেছে। এমনকী আম্পায়ারেরা যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসেছিলেন তখনও একই ভাষায় আমাকে আক্রমণ করেছে। আমি সরে গিয়েছিলাম। তার পরেও থামেনি। ও যদি সবার সঙ্গে লড়াই করতে চায় করুক। আমি কোনও উত্তর দিতে চাই না।”