Nicholas Pooran

ভাঙল গেলের ৯ বছরের রেকর্ড, টি২০ ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ছক্কার নজির পুরানের

আরও একটি নজির হাতছাড়া হল গেলের। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়লেন তাঁরই দেশের পুরান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৫
Picture of Nicholas Pooran

নিকোলাস পুরান। —ফাইল চিত্র।

২০ ওভারের ক্রিকেটে নতুন নজির গড়লেন নিকোলাস পুরান। শনিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় নতুন কীর্তি তৈরি করলেন ওয়েস্ট ইন্ডিজ়ের উইকেটরক্ষক-ব্যাটার।

Advertisement

ভাল ফর্মে রয়েছেন পুরান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের ফর্ম ধরে রেখেছেন উইকেটরক্ষক-ব্যাটার। তাতেই ভেঙে গেল ক্রিস গেলের ন’বছরের পুরনো রেকর্ড। ২০১৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩৫টি ছক্কা মেরেছিলেন গেল। শনিবার সেই নজির ভেঙে দিয়েছেন পুরান। ২০২৪ সালে ২০ ওভারের ক্রিকেটে এখনও পর্যন্ত ১৩৯টি ছক্কা মেরেছেন পুরান। বছরের এখনও চার মাস বাকি। তাই এক ক্যালেন্ডার বছরে ছক্কার সংখ্যা আরও বৃদ্ধি করার সুযোগ পাবেন তিনি।

২০ ওভারের ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ছক্কার মারার তালিকায় অবশ্য দাপট গেলেরই। শীর্ষচ্যুত হলেও দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান নিজের দখলে রেখেছেন গেল। ২০১২ সালে ১২১টি, ২০১১ সালে ১১৬টি, ২০১৬ সালে ১১২টি, ২০১৭ সালে ১০১টি ছক্কা মেরে ছিলেন গেল। যুগ্ম ভাবে ষষ্ঠ স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজ়েরই আন্দ্রে রাসেল। তিনিও ২০১৯ সালে ১০১টি ছক্কা মারেন। অষ্টম স্থানে আবার গেল। ২০১৩ সালে ১০০টি ছক্কা মেরেছিলেন গেল।

নবম স্থানে রয়েছেন গ্লেন ফিলিপস। তিনি ২০২১ সালে ৯৭টি ছয় মারেন। দশম স্থানে কায়রন পোলার্ড। ২০১৯ সালে তিনি ৯৬টি ছক্কা মেরেছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement