India Vs West Indies

কোহলির শতরান, জাডেজা-অশ্বিনের অর্ধশতরানে ৪৩৮ রান ভারতের, ওয়েস্ট ইন্ডিজ় পিছিয়ে ৩৫২ রানে

বিরাট কোহলির শতরান এবং রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনের অর্ধশতরানে প্রথম ইনিংসে ৪৩৮ রান করল ভারত। জবাবে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের রান এক উইকেটে ৮৬।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ০৩:০৩
Virat Kohli

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শতরান করে উল্লাস বিরাট কোহলির। ছবি: পিটিআই

ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে দাপট দেখালেন ব্যাটারেরা। দ্বিতীয় দিন বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল ভারত। বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ৪৩৮ রান করে তারা। কিন্তু প্রথম টেস্টের মতো দাপট দেখাতে পারেননি ভারতীয় বোলারেরা। ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ওপেনার শুরুটা ভাল করেন। ৭১ রানের জুটি গড়েন তাঁরা। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের রান এক উইকেটে ৮৬। ভারতের থেকে ৩৫২ রানে পিছিয়ে তারা।

প্রথম দিনের শেষে ৮৭ রানে অপরাজিত ছিলেন বিরাট। দ্বিতীয় দিন শতরান করতে বেশি সময় লাগাননি তিনি। চার মেরে নিজের শতরান করেন তিনি। শতরান করে ব্যাট আকাশে তোলেন। জাডেজা এসে জড়িয়ে ধরেন তঁকে। চলতি বছর টেস্টে নিজের দ্বিতীয় শতরান করলেন বিরাট। বর্ডার-গাওস্কর ট্রফিতে আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টেও শতরানের সুযোগ ছিল। ৭৬ রান করে আউট হয়ে যান বিরাট। দ্বিতীয় টেস্টে আর সুযোগ ফস্কাননি তিনি।

Advertisement

বিরাটের শতরানের পরেই নিজের অর্ধশতরান করেন জাডেজা। এই জুটিই প্রথম ইনিংসে ভারতকে ভাল জায়গায় নিয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজ়ের বোলারদের দেখে মনে হচ্ছিল, দুই ব্যাটারকে আউট করার কোনও পরিকল্পনা নেই তাঁদের। ক্যারিবীয় দলকে সুযোগ করে দেন বিরাট। ১২১ রানের মাথায় সিঙ্গল নিতে গিয়ে রান আউট হন তিনি। নিজের ভুলে আউট না হলে আরও বড় রানের সুযোগ ছিল বিরাটের। ৬১ রান করে কিমার রোচের বলে আউট হন জাডেজা।

প্রথম টেস্টে রান করার সময় পাননি ঈশান কিশন। দ্বিতীয় টেস্টে পেলেন। শুরুটা ভাল করেছিলেন তিনি। সঙ্গে অশ্বিনকেও বেশ সাবলীল দেখাচ্ছিল। বিরাট-জাডেজা আউট হলেও স্কোরবোর্ড সচল ছিল। ২৫ রান করে জেসন হোল্ডারের বলে আউট হন ঈশান। অশ্বিন অন্য দিকে টিকেছিলেন। নীচের সারির ব্যাটারদের নিয়ে অর্ধশতরান করেন তিনি। ৫৬ রানের মাথায় উইকেট ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হন অশ্বিন। ৪৩৮ রানে অল আউট হয় ভারত।

ওয়েস্ট ইন্ডিজ়ের বোলারদের মধ্যে নজর কাড়েন জোমেল ওয়ারিকান ও কিমার রোচ। তিনটি করে উইকেট নেন তাঁরা। দু’উইকেট নেন হোল্ডার। এক উইকেট শ্যানন গ্যাব্রিয়েলের।

বোলিং খারাপ করলেও ব্যাটিংয়ের শুরুটা ভাল করে ওয়েস্ট ইন্ডিজ়। প্রথম টেস্টে বড় শট খেলতে গিয়ে উইকেট দিয়ে এসেছিলেন দুই ওপেনার। এই টেস্টে সেটা করলেন না। ধৈর্য ধরে খেললেন। রানের গতি কম থাকলেও ধীরে ধীরে জুটি গড়ছিলেন অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ও ত্যাগনারায়ণ চন্দ্রপল। উইকেট থেকেও সাহায্য পাচ্ছিলেন না বোলারেরা।

দলের পাঁচ প্রধান বোলারকেই ব্যবহার করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বল হাতে অভিষেক হল বাংলার মুকেশ কুমারের। নিয়ন্ত্রিত বোলিং করলেও উইকেট পাননি তিনি। পেসারেরা উইকেট না পাওয়ায় দুই স্পিনারকে লেলিয়ে দেন রোহিত। অশ্বিন ও জাডেজাকে খুব ভাল ভাবে খেলেন ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ওপেনার। অর্ধশতরানের জুটি গড়েন তাঁরা। প্রথম টেস্টের তুলনায় এই টেস্টে স্পিন কম হচ্ছিল উইকেটে। তার ফলে ভারতীয় স্পিনারদের খেলতে সুবিধা হচ্ছিল ক্যারিবীয় ব্যাটারদের।

৩৪ ওভার ওয়েস্ট ইন্ডিজ়ের কোনও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলারেরা। অবশেষে রোহিতের মুখে হাসি ফোটান জাডেজা। ৩৩ রানের মাথায় তাঁর বলে বড় শট মারতে গিয়ে আউট হন চন্দ্রপল। দিনের বাকি সময়ে আর উইকেট পড়েনি। ৪১ ওভার ব্যাট করে এক উইকেটে ৮৬ রান ওয়েস্ট ইন্ডিজ়ের। অধিনায়ক ব্রেথওয়েট ৩৭ ও অভিষেক টেস্টে খেলতে নামা কির্ক ম্যাকেঞ্জি ১৪ রানে অপরাজিত রয়েছেন।

Advertisement
আরও পড়ুন