ICC World Cup 2023

কোহলিকে চার শব্দে অভিনন্দন দিদির, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাইয়ের ইনিংস দেখে কী লিখলেন?

বিশ্বকাপে রান তাড়া করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবারের ৮৫ রানের ইনিংস কোহলির সর্বোচ্চ। তাঁর ইনিংস দেখে মুগ্ধ কোহলির দিদি ভাবনা। সমাজমাধ্যমে ভাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ ১৯:৩৭
picture of virat kohli

বিরাট কোহলি। ছবি: এএফপি।

অনবদ্য ইনিংস খেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে জিতিয়েছেন বিরাট কোহলি। ২ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের দরজায় পৌঁছে দিয়েছিলেন কোহলি। তাঁর এই ইনিংসকে চার শব্দে কুর্নিশ জানালেন তাঁর দিদি ভাবনা কোহলি ধিংরা।

Advertisement

রবিবার প্রবল চাপের মুখে কোহলির ব্যাট থেকে এসেছে ৮৫ রানের দায়িত্বশীল ইনিংস। ১১৬ বলের সংযমী ইনিংসে একটিও ছয় মারেননি কোহলি। চেষ্টাও করেননি। যদিও চার মেরেছেন ৬টি। ব্যক্তিগত ১২ রানের মাথায় এক বার সুযোগ দেওয়া ছাড়া নিখুঁত ইনিংস খেলেছেন। বিশ্বকাপে রান তাড়া করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবারের ইনিংসই কোহলির সর্বোচ্চ।

ক্রিকেট বিশেষজ্ঞেরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। ঠান্ডা মাথায় কোহলির লড়াইয়ে মুগ্ধ তাঁর দিদি ভাবনাও। সমাজমাধ্যমে টেলিভিশনের একটি ছবি দিয়েছেন তিনি। যাতে ৮৫ রানের ইনিংস খেলার পর হতাশ কোহলিকে দেখা যাচ্ছে। ভাইয়ের ছবি দিয়ে ভাবনা লিখেছেন, ‘‘তুমি এক জন চ্যাম্পিয়ন।’’ সঙ্গে দিয়েছেন হাততালির ইমোজি। রয়েছে ভারতের জাতীয় পতাকার ছবিও। ভাইকে অভিনন্দন জানিয়ে সমাজমাধ্যমে ভাবনার পোস্ট ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

রবিবার আউট হওয়ার পর কোহলির মুখে হতাশা দেখা গিয়েছিল। সাজঘরে ফিরেও তাঁকে আফসোস করতে দেখা যায়। দলকে জিতিয়ে মাঠ ছাড়তে না পারার আক্ষেপ ছিল তাঁর মধ্যে। হার্দিক পাণ্ড্যকে (অপরাজিত ১১) নিয়ে লোকেশ রাহুল (অপরাজিত ৯৭) জয় এনে দেওয়ার পর হাসি দেখা গিয়েছিল কোহলির মুখে।

Advertisement
আরও পড়ুন