ICC World Cup 2023

ধর্মশালা থেকে কি সরেই যাবে বিশ্বকাপের ম্যাচ? মাঠ নিয়ে উদ্বেগ

ধর্মশালার আউটফিল্ড খতিয়ে দেখেছেন আইসিসির প্রতিনিধিরা। তাঁরা খুব একটা খুশি নন। মঙ্গলবারের খেলায় ছাড় দেওয়া হলেও ম্যাচ রেফারির রিপোর্ট খতিয়ে দেখা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ ১৮:২৬
picture of Dharamsala stadium

ধর্মশালার আউটফিল্ড নিয়ে উঠছে প্রশ্ন। —ফাইল চিত্র।

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ধর্মশালার আউটফিল্ড নিয়ে প্রশ্ন উঠেছিল। আউটফিল্ডের বিভিন্ন জায়গায় ঘাস উঠে যাচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিরা রবিবার ধর্মশালায় গিয়েছিলেন। তাঁরাও খুশি নন। প্রতিনিধি দলে ছিলেন আইসিসির মাঠ বিষয়ক পরামর্শদাতা অ্যান্ডি অ্যাটকিনসনও।

Advertisement

আইসিসির রিপোর্ট উদ্বেগ বাড়াবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। ধর্মশালার আউটফিল্ড পরিদর্শনের পর আইসিসির প্রতিনিধিরা ‘সাধারণ’ তকমা দিয়েছেন। অর্থাৎ, আন্তর্জাতিক ম্যাচের জন্য আরও ভাল আউটফিল্ড প্রত্যাশিত। তা হলে কি ধর্মশালা থেকে সরে যাবে বিশ্বকাপের বাকি চারটি ম্যাচ? এখনই তেমন কঠিন সিদ্ধান্ত নেয়নি আইসিসি। উদ্বেগের কথা জানানো হয়েছে, হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে। পাশাপাশি এও বলা হয়েছে, সাধারণ মানের হলেও মঙ্গলবার বাংলাদেশ এবং ইংল্যান্ড ম্যাচ আয়োজন করতে সমস্যা হবে না। সেই ম্যাচের পর আবার ধর্মশালার আউটফিল্ড পরিদর্শন করা হবে।

আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘‘পিচ এবং আউটফিল্ডের অবস্থা খতিয়ে দেখা হয়েছে। আইসিসির পিচ এবং আউটফিল্ড মনিটরিং কমিটির সদস্যেরা বিষয়টি দেখছেন। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর তাঁরা আউটফিল্ডকে সাধারণ তকমা দিয়েছেন। পরের ম্যাচটি হতে সমস্যা হবে না। মঙ্গলবারের ম্যাচ রেফারির রিপোর্ট দেখা হবে।’’ উল্লেখ্য, ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচে ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। অর্থাৎ, শ্রীনাথের রিপোর্টের উপর নির্ভর করবে বিসিসিআইয়ের মান।

ধর্মশালার আউটফিল্ড নিয়ে চিন্তিত বাংলাদেশ এবং ইংল্যান্ড শিবির। ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টো জানিয়েছেন, ‘‘চোট বাঁচিয়ে খেলা লক্ষ্য থাকবে তাঁদের। আউটফিল্ড নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ঝাঁপিয়ে বল বাঁচাতে গেলে হাঁটুতে চোট লাগতে পারে। শরীর মাটিতে আটকে গিয়ে চোট লাগতে পারে। তাই আমাদের পরিকল্পনা অনুযায়ী ফিল্ডিং করতে হবে।’’ আউটফিল্ডের জন্য কোনও ক্রিকেটারের চোট লাগলে সেখানে খেলতে রাজি নাও হতে পারে দলগুলি।

বিশ্বকাপ শুরুর আগেই ধর্মশালার আউটফিল্ড নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সেপ্টেম্বরের শুরুতে বিশ্বকাপের মাঠগুলি পরিদর্শন করেছিলেন আইসিসির প্রতিনিধিরা। তখনই ধর্মশালার আউটফিল্ডের ঘাসে ছত্রাক সংক্রমণ ধরা পড়েছিল। মাঠের বিভিন্ন অংশের ঘাস নষ্ট হয়ে যাচ্ছিল। তখনই অ্যাটকিনসন বিসিসিআই কর্তাদের সতর্ক করেছিলেন। তাতেও যে অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি, তা দেখিয়ে দিয়েছে বিশ্বকাপের বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ।

Advertisement
আরও পড়ুন