(বাঁদিকে) বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ছবি: বিসিসিআই।
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে দিল্লি পৌঁছে গেলেন রোহিত শর্মারা। আগামী ১১ অক্টোবর ভারতের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির।
১৩ জন সতীর্থকে নিয়ে দিল্লি পৌঁছলেন রোহিত। চেন্নাইতেই থেকে গিয়েছেন ডেঙ্গি আক্রান্ত শুভমন গিল। সেখানেই চিকিৎসা চলছে তরুণ ওপেনিং ব্যাটারের। সোমবার দুপুরের বিমানে চেন্নাই থেকে দিল্লি পৌঁছেছে ভারতীয় দল। রবিবার ম্যাচ খেলায় এ দিন সকালে ভারতীয় ক্রিকেটারদের কোনও অনুশীলন ছিল না। দিল্লি পৌঁছে সন্ধাতেও অনুশীলন করবেন না রোহিতেরা। মঙ্গলবার বিকালে ক্রিকেটারদের হালকা অনুশীলন করাবেন কোচ রাহুল দ্রাবিড়। দু’টি ম্যাচের মাঝে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দিতেই হালকা অনুশীলনে পরিকল্পনা করেছেন তিনি।
আত্মবিশ্বাসী ভারতীয় দল বুধবারের ম্যাচেও জয় ছাড়া কিছু ভাবছে না। আফগানিস্তানের পরেই আগামী শনিবার রোহিতদের প্রতিপক্ষ পাকিস্তান। বাবর আজ়মদের বিরুদ্ধে খেলতে আমদাবাদে যেতে হবে তাঁদের। বিশ্বকাপের যে ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তাই পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে জয়ের ছন্দ নষ্ট করতে চান না রোহিতেরা। তাই আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচকেও গুরুত্ব দিচ্ছে ভারতীয় শিবির।
অন্য দিকে রবিবারই দিল্লি পৌঁছে গিয়েছে আফগানিস্তান। সোমবার সন্ধায় ফিরোজ শাহ কোটলায় অনুশীলন করেছেন রশিদ খানেরা। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে কিছুটা চাপে রয়েছে আফগানিস্তান।