বিরাট কোহলি। —ফাইল চিত্র।
পার্থে রান পেয়েছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন তিনি। কিন্তু অ্যাডিলেডে রান পাননি তিনি। দিন-রাতের টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৮ রান করেছেন কোহলি। ম্যাচ হেরে সরাসরি হোটেলে ফেরেননি ভারতীয় ক্রিকেটার। তার বদলে নেটে অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে।
তৃতীয় দিন দেড় ঘণ্টায় খেলা শেষ হয়ে যায়। খেলা শেষে দেখা যায় সাজঘর থেকে নিজের ব্যাট, প্যাড নিয়ে নামছেন কোহলি। তিনি সরাসরি যান নেটে। সেখানে অনুশীলন শুরু করেন। বেশ কিছু ক্ষণ ব্যাট করেন কোহলি। তত ক্ষণে দলের বাকিরা মাঠ ছেড়েছেন। সকলের শেষে নেট ছেড়ে হোটেলে ফেরেন কোহলি। দেখে বোঝা যাচ্ছে, এখন থেকেই ব্রিসবেন টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।
কোহলির এই পরিশ্রমের প্রশংসা করেছেন সুনীল গাওস্কর। সেই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, কোহলির মতো বাকিরা কেন নেটে অনুশীলন করলেন না। গাওস্কর বলেন, “নেটে অনুশীলন করতে নেমে কোহলি বুঝিয়ে দিয়েছে ওর দায়বদ্ধতা কতটা। কিন্তু আমি চেয়েছিলাম, বাকিরাও একই দায়বদ্ধতা দেখাক। তারা কেন সেটা করল না? কোহলি ভারতের হয়ে অনেক রান করেছে। কিন্তু এখনও রান না পেলে ও পরিশ্রম শুরু করে। বাকিদের ওকে দেখে শেখা উচিত।”
খেলায় হার-জিত থাকে। কিন্তু পরিশ্রমের কোনও বিকল্প হয় না। সেটাই দলের বাকিদের দেখিয়ে দিয়েছেন কোহলি। এই বয়সেও কোহলির রানের খিদে দেখে গাওস্কর খুব খুশি। তিনি বলেন, “ও পরিশ্রম করছে। ঘাম ঝরাচ্ছে। মাঠে নেমে আপনি কোনও দিন রান করতে পারবেন। কোনও দিন পারবেন না। কোনও দিন উইকেট নেবেন। কোনও দিন পারবেন না। কিন্তু আসল হচ্ছে আপনি কতটা পরিশ্রম করছেন। পরিশ্রম কোনও দিন বৃথা যাবে না। পরের ম্যাচেই কোহলি বড় রান পেলে আমি অবাক হব না।”
চলতি বছরে টেস্টে খুব একটা ভাল খেলছেন না কোহলি। ৮টি ম্যাচে ৩৭৩ রান করেছেন তিনি। গড় ২৬.৬৪। তার মধ্যে পার্থে একটি শতরান রয়েছে। সেই কারণেই হয়তো আরও বেশি পরিশ্রম করছেন তিনি। ব্রিসবেনে রানে ফিরতে চাইছেন ভারতীয় ব্যাটার।