BGT 2024-25

‘ভুলে যাও পাঁচ টেস্টের সিরিজ় খেলতে এসেছ,’ হারের পর রোহিতদের কী পরামর্শ গাওস্করের

অ্যাডিলেডে ১০ উইকেটে হেরেছে ভারত। এখনও সিরিজ়ের তিনটি টেস্ট বাকি। তার জন্য রোহিত শর্মা, বিরাট কোহলিদের পরামর্শ দিলেন সুনীল গাওস্কর। কী বললেন তিনি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১৭:০২
cricket

(বাঁ দিকে) রোহিত শর্মা। সুনীল গাওস্কর (ডান দিকে)। —ফাইল চিত্র।

আবার হারে ফিরেছে ভারত। অ্যাডিলেডে ১০ উইকেটে হেরেছে তারা। দু’দিন ও দেড় ঘণ্টায় খেলা শেষ হয়ে গিয়েছে। এখনও সিরিজ়ের তিনটি টেস্ট বাকি। তার জন্য রোহিত শর্মা, বিরাট কোহলিদের পরামর্শ দিলেন সুনীল গাওস্কর। কী বললেন তিনি?

Advertisement

গাওস্করের মতে, দু’টি টেস্ট হয়ে গিয়েছে। দু’দল একটি করে জিতেছে। বাকি আর তিনটি টেস্ট। তাই এই সিরিজ়কে এখন পাঁচ টেস্টের না ধরে তিন টেস্টের ধরা উচিত রোহিতদের। তিনি বলেন, “ভুলে যাও পাঁচ টেস্টের সিরিজ় খেলতে এসেছ। আর তিনটে টেস্ট বাকি। তাই ভারতকে সেটা ধরেই এগোতে হবে। এই তিনটে টেস্ট জিততেই হবে। তবে তার জন্য দরকার কঠোর পরিশ্রম।”

তাড়াতাড়ি টেস্ট শেষ হয়ে যাওয়ায় অনুশীলনের বাড়তি সময় পাবেন ভারতীয় ক্রিকেটারেরা। তাই হোটেলের ঘরে বসে না থেকে তাঁদের পরিশ্রম করা উচিত বলে মনে করেন গাওস্কর। তিনি বলেন, “তিন দিনের মধ্যে খেলা শেষ হয়ে গিয়েছে। ফলে অতিরিক্ত দু’দিন অনুশীলনের সময় পাওয়া গিয়েছে। এখন রোহিত, বিরাটদের উচিত হোটেলের ঘরে বসে না থেকে অনুশীলন করা। পরের টেস্টের জন্য নিজেদের তৈরি করা। এখানে তো সকলে ক্রিকেট খেলতে এসেছে। ঘুরতে বা হোটেলে বসে থাকতে তো আসেনি। তা হলে সেটাই মন দিয়ে করতে হবে।”

পার্‌থে যশপ্রীত বুমরা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলিদের কাঁধে ভারত জিতেছিল। কিন্তু এখনও যে দলে অনেক দুর্বলতা রয়েছে সেটা ভারতকে বুঝতে হবে। আর সেই দুর্বলতা ঠিক করার একমাত্র উপায় অনুশীলন। তাই তৃতীয় টেস্টের আগে যে সময় রয়েছে তা রোহিতদের কাজে লাগাতে বলেছেন গাওস্কর। তিনি বলেন, “সারা দিন তো অনুশীলন করতে বলছি না। একটা সময় বাছতে হবে। টেস্ট যদি পাঁচ দিন চলত তা হলে তো সকলকে খেলতে হত। সেটাই ওদের ভাবতে হবে। দলের ব্যাটারেরা রান পাচ্ছে না। বোলারেরা উইকেট পাচ্ছে না। ছন্দে ফিরতে হলে অনুশীলন ছাড়া কোনও বিকল্প নেই।”

ভারতীয় দলে এখন ঐচ্ছিক অনুশীলনের একটা ধারা রয়েছে। যাঁরা চান, তাঁরাই অনুশীলন করেন। এই ধারা পছন্দ নয় গাওস্করের। তাঁর মতে, কে কে অনুশীলন থেকে ছুটি পাবেন তা কোচ ও অধিনায়কের ঠিক করা উচিত। বাকিদের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। গাওস্কর বলেন, “ঐচ্ছিক অনুশীলন আবার কী? কেউ ১৫০ রান করলে বা ৪০ ওভার বল করলে তাকে বিশ্রাম দেওয়া যেতে পারে। বা বুমরা, রোহিত, বিরাটের মতো সিনিয়র খেলোয়াড়েরা চাইলে বিশ্রাম নিতে পারে। বাকিরা কেন অনুশীলন করবে না? এই বিষয়টা কোচ ও অধিনায়কের দেখা উচিত।”

Advertisement
আরও পড়ুন