ISL 2024-25

দু’গোলে পিছিয়ে পড়েও ড্র মহমেডানের, সংযুক্ত সময়ের জোড়া গোলে এক পয়েন্ট সাদা-কালো ব্রিগেডের

০-২ গোলে পিছিয়ে থাকা মহমেডান ম্যাচ ড্র করল সংযুক্ত সময় দু’গোল করে। চেন্নাইয়িনের কাছ থেকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট ছিনিয়ে নিলেও বুধবার ঘরের মাঠে মহমেডান ছন্নছাড়া ফুটবল খেলল অধিকাংশ সময়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২৩:১৩
picture of Mohammedan Sporting

মহমেডান ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: এক্স (টুইটার)।

সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে হারানোর পর চনমনে মহমেডান স্পোর্টিং। বুধবার দু’গোলে পিছিয়ে পড়েও সাদা-কালো ব্রিগেড আটকে দিল চেন্নাইয়িন এফসিকে। দু’দলের লড়াই শেষ হল ২-২ গোলে। এ দিনের ড্রয়ের ফলে ১৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকায় ১২ নম্বরে থাকল মহমেডান।

Advertisement

ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন মহমেডান ফুটবলারেরা। এক সময় টানা হারতে থাকা দলই পর পর চার ম্যাচে অপরাজিত। চেন্নাইয়িনের বিরুদ্ধে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকার পরও লড়াই ছাড়েননি সাদা-কালো ফুটবলারেরা। সংযুক্ত সময় জোড়া গোল করে এক পয়েন্ট ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়লেন তাঁরা।

ম্যাচের শুরুতে অবশ্য মহমেডানকে বেশ এলোমেলো দেখাচ্ছিল। ভুল পাস, পেনাল্টি মিস, প্রতিপক্ষের বক্সে একাধিক ভুল— সব মিলিয়ে কাশিমভদের ছন্নছাড়া দেখাচ্ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ১০ মিনিটে চেন্নাইয়িনকে এগিয়ে দেন লালডিনপুইয়া। এর পর সমতা ফেরানোর সুযোগ পায় মহমেডান। কিন্তু পেনাল্টি কাজে লাগাতে পারেননি কাশিমভ। তাঁর শট সোজা গোলরক্ষকের হাতে চলে যায়। মহমেডানকে দেখে মনে হচ্ছিল না ঘরের মাঠে জেতার জন্য নেমেছে। বরং চেন্নাইয়িনের ফুটবলারদের দাপট ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয়ার্ধের শুরুতে চেন্নাইয়ের দলটির হয়ে ব্যবধান বৃদ্ধি করেন ব্রামবিলা।

০-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পর খেলায় ফেরার চেষ্টা করেন মহমেডান ফুটবলারেরা। তবু ৯০ মিনিট পর্যন্ত গোল করতে পারেননি তাঁরা। সংযুক্ত সময়ের শুরুতে সাইনি ব্যবধান কমান মহমেডানের পক্ষে। তিন মিনিট পরই ম্যাচের দ্বিতীয় পেনাল্টি পায় সাদা-কালো ব্রিগেড। গুরুত্বপূর্ণ সময় গোল করতে ভুল করেননি ফানাই। তাঁর গোলের সুবাদে ২-২ গোলে ম্যাচ ড্র রেখে মাঠ ছাড়ে মহমেডান।

Advertisement
আরও পড়ুন