Ranveer Singh

83: মুক্তি পেল কপিলদের বিশ্বজয় নিয়ে ছবি ‘৮৩’-র প্রচার ঝলক

এর আগে ‘৮৩’ ছবির ‘টিজার’ মুক্তি পেয়েছিল। ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল তাতে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ১২:৪৩
‘৮৩’-র প্রচার ঝলক মুক্তি পেল মঙ্গলবার।

‘৮৩’-র প্রচার ঝলক মুক্তি পেল মঙ্গলবার। —ফাইল চিত্র

ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয় নিয়ে ছবি ‘৮৩’-র প্রচার ঝলক মুক্তি পেল মঙ্গলবার। এর আগে এই ছবির ‘টিজার’ মুক্তি পেয়েছিল। ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল তাতে।

১৯৮৩ সালের ২৫ জুন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই বিশ্বজয়ের কাহিনি উঠে এসেছে এই ছবিতে। বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবের ভূমিকায় রয়েছেন রণবীর সিংহ। কপিলের স্ত্রী রোমির ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাহির রাজ ভাসিন, শাকিব সালিম, পঙ্কজ ত্রিপাঠি এবং বোমান ইরানির মতো অভিনেতাদের।

সে বারের ভারতীয় দলের প্রত্যেককেই দেখা যাচ্ছে প্রচার ঝলকে। ৩ মিনিট ৪৯ সেকেন্ডের এই প্রচার ঝলক শুরু হচ্ছে ভারত-জিম্বাবোয়ে ম্যাচ দিয়ে। টানব্রিজ ওয়েলসের সেই ম্যাচে কপিলের অপরাজিত ১৭৫ রানের ইনিংস ক্রিকেট ইতিহাসে চিরকালীন জায়গা করে নিয়েছে।

Advertisement

ছবির ট্রেলার।

কবীর খান পরিচালিত এই ছবির প্রচার ঝলক হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছে।

Advertisement
আরও পড়ুন