শাকিব আল হাসান। —ফাইল চিত্র।
টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে আগে থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন শাকিব আল হাসান। তামিম ইকবাল এক দিনের দলের নেতৃত্বে ইস্তফা দেওয়ায় শাকিবকেই দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট কর্তারা। সব ঠিক থাকলে আগামী এক দিনের বিশ্বকাপেও অধিনায়ক থাকবেন শাকিব। এখন থেকেই বিশ্বকাপ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন তিনি। আগে এশিয়া কাপ থাকলেও বিশ্বকাপ নিয়েই ভাবছেন শাকিব।
এক দিনের বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড এখনও পর্যন্ত দারুণ কিছু নয়। যদিও মনে করা হচ্ছে, ভারতের মাটিতে আগামী বিশ্বকাপে শাকিবেরা ভাল কিছু করে দেখাতে পারেন। বাংলাদেশের দিকে নজর রাখার কথা বলেছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশও। গত কয়েক মাসে এক দিনের ক্রিকেটে শাকিব, তামিমদের সাফল্যই ধারণা বদলে দিয়েছে। শাকিব নিজেও মনে করছেন, এ বার তাঁদের সেরা সুযোগ রয়েছে।
২০১১ সালের এক দিনের বিশ্বকাপেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন শাকিব। সে বার বিশ্বকাপের অন্যতম আয়োজক ছিল বাংলাদেশ। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত শাকিব বলেছেন, ‘‘নেতৃত্ব আমার কাছে নতুন কিছু নয়। এ বারের বিশ্বকাপে ভাল কিছু করার দারুণ সুযোগ রয়েছে আমাদের সামনে। আমার তো মনে হয় আমাদের দল বেশ ভাল। আমরা ঠিক কতটা ভাল, সেটা সবাক সামনে প্রমাণ করতে চাই।’’ শাকিব গুরুত্ব দিচ্ছেন এক দিনের ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সকে। তাঁর দাবি, ২০১৯ সালের বিশ্বকাপের পর অনেক বদলে গিয়েছে বাংলাদেশের ক্রিকেট। অভিজ্ঞ অলরাউন্ডার বলেছেন, ‘‘গত চার বছরে আমরা দল হিসাবে কতটা উন্নতি করেছি, সেটা দেখিয়ে দিতে চাই। এটাই এ বার আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ।’’
পয়েন্টের হিসাবে আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। শাকিবদের আগে রয়েছে নিউ জ়িল্যান্ড এবং ইংল্যান্ড। একটা সময় এই তালিকার শীর্ষে ছিল বাংলাদেশ। স্বভাবতই এ বারের বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা রয়েছে যথেষ্ট। সমর্থকদের প্রত্যাশা পূরণকেই পাখির চোখ করতে চাইছেন শাকিব। এক দিনের বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর থেকে।