WTC Final 2023

রোহিতদের ম্যাচে মধ্যাহ্নভোজের আগেই বৃষ্টির পূর্বাভাস, কত ক্ষণ চলবে? কী বলছে হাওয়া অফিস?

টেস্ট বিশ্বকাপ ফাইনালের প্রথম চার দিন ভালয় ভালয় কেটেছে। আইসিসি কর্তারা চাইছেন নির্বিঘ্ন পঞ্চম দিন। লন্ডনের আবহাওয়া দফতরের পূর্বাভাস অবশ্য তেমন আশ্বাস দিতে পারেনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৪:৩১
picture of Oval

টেস্ট বিশ্বকাপ ফাইনালের পঞ্চম দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি: টুইটার।

টেস্ট বিশ্বকাপ ফাইনালের প্রথম চার দিনের খেলা নির্বিঘ্নে শেষ হয়েছে। ইংল্যান্ডের খামখেয়ালি আবহাওয়াও বিঘ্ন ঘটায়নি। রবিবার ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচের পঞ্চম দিন অবশ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে লন্ডনে।

চার দিন ভালয় ভালয় কেটেছে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম চার দিন। আইসিসি কর্তারা চাইছেন রবিবারও তেমন কাটুক। ভারত এবং অস্ট্রেলিয়া শিবিরও হয়তো তেমনই চাইছে। কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়? লন্ডনের আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার আকাশ থাকবে মেঘলা। সম্ভাবনা রয়েছে ঝড়-বৃষ্টিরও।

Advertisement

আবহাওয়া দফতরের পূর্বাভাসে উদ্বেগ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কখন বৃষ্টি হবে? কত ক্ষণ বৃষ্টি হবে? এমন নানা প্রশ্ন রয়েছে দু’দলের সমর্থকদের। লন্ডনের আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার আকাশের ৫৪ শতাংশ মেঘে ঢাকা থাকবে। লন্ডনের সময় অনুযায়ী দুপুর ১২টা থেকে রাত ৯টার মধ্যে হতে পারে ঝড়-বৃষ্টি। রয়েছে বজ্রপাতের সম্ভাবনাও। বৃষ্টি কি টেস্ট বিশ্বকাপ ফাইনালের পঞ্চম দিনের খেলা ভেস্তে দিতে পারে? আবহবিদরা জানিয়েছেন, ঘণ্টা চারেক ধরে চলতে পারে বৃষ্টি। ২১.৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ২৮ কিলোমিটার প্রতি ঘণ্টা। বজ্রপাতের সম্ভাবনা ৪০ শতাংশ। তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

ভারত-অস্ট্রেলিয়া টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার কথা লন্ডনের সময় অনুযায়ী সকাল ১০.৩০ মিনিটে। মধ্যাহ্নভোজের বিরতি দুপুর ১২.৩০ মিনিটে। অর্থাৎ, পূর্বাভাস অনুযায়ী টেস্টের মধ্যাহ্নভোজের বিরতির আগেই বৃষ্টির সম্ভাবনা হয়েছে লন্ডনে।

আবহাওয়ার কথা মাথায় রেখে টেস্ট বিশ্বকাপ ফাইনালের জন্য আইসিসি অতিরিক্ত এক দিন আগেই ধার্য রেখেছিল। প্রয়োজনে সোমবার খেলা হবে। সেই সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি।

Advertisement
আরও পড়ুন