WTC Final 2023

শুভমনের আউট নিয়ে বিদ্রুপ, বিতর্ক, সেই ক্যাচ ধরে কী বলছেন গ্রিন?

শুভমন আউট হওয়ায় ক্রিকেটপ্রেমীদের একাংশের বিদ্রুপ শুনতে হয়েছে গ্রিনকে। অজি অলরাউন্ডার অবশ্য বিতর্কিত সেই ক্যাচ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১১:১১
picture of Cameron Green

ক্যামেরন গ্রিন। ছবি: আইসিসি।

শুভমন গিলের আউট নিয়ে দর্শকদের বিদ্রুপ শুনতে হয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। তাঁকে ‘চিটার’ বা প্রতারক বলছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। গ্রিনের অবশ্য দাবি, শুভমনের ক্যাচ সঠিক ভাবেই ধরেছেন।

ভারতীয় সমর্থকদের একাংশের বিদ্রুপ নিয়ে চিন্তিত নন গ্রিন। বিষয়টিকে তিনি বিশেষ গুরুত্বও দিতে চান না। তাঁর বক্তব্য, গিলের ক্যাচ পরিষ্কার ভাবে ধরেছেন তিনি। আত্মবিশ্বাসী ছিলেন বলেই আউটের আবেদন জানিয়েছিলেন। ক্যাচটা নিয়ে কি সত্যিই আত্মবিশ্বাসী ছিলেন? গ্রিন বলেছেন, ‘‘অবশ্যই। শুভমনের ক্যাচটা ঠিক ভাবেই ধরেছি। আমার সেটাই মনে হয়েছে। সেই মুহূর্তেও ক্যাচ ধরে আত্মবিশ্বাসী ছিলাম। আমার কোনও সংশয় ছিল না। তাই উচ্ছ্বাসে বলটা শূন্যে ছুড়ে দিয়েছিলাম। আউটের আবেদন করেছিলাম। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তৃতীয় আম্পায়ারকে দেওয়া হয়েছিল। তিনি আউট দিয়েছেন।’’

Advertisement

টেস্ট বিশ্বকাপ ফাইনালে স্লিপে দাঁড়িয়ে একাধিক ভাল ক্যাচ নিয়েছেন গ্রিন। শুভমনের ক্যাচ নিয়ে বিতর্ক তৈরি হলেও তিনি আত্মবিশ্বাসী। কী ভাবে স্লিপের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এত আত্মবিশ্বাসী থাকতে পারেন? গ্রিন বলেছেন, ‘‘ক্রিকেটার হিসাবে বড় হয়েছি এ ভাবেই। সব সময় চেষ্টা করেছি ভাল ক্যাচ ধরার। জুনিয়র পর্যায়েও প্রথম বা দ্বিতীয় স্লিপে দাঁড়াতাম। স্লিপে দাঁড়িয়ে আগেও কঠিন ক্যাচ নিয়েছি। এই টেস্টে একটা সহজ ক্যাচ ছাড়ায় কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম। এমন ব্যর্থতার পর আবার ভাল ক্যাচ নিতে পারলে বেশ ভাল লাগে।’’

শুভমনের ক্যাচ নিয়ে গ্রিন আত্মবিশ্বাসী হলেও ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা। তাঁদের একাংশ গ্রিনকে প্রতারক বলে কটাক্ষ করেছেন। বিদ্রুপ নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর গ্রিন বলেছেন, ‘‘ভারতীয় সমর্থকরা ক্রিকেট নিয়ে ভীষণ উৎসাহী। খুব আবেগপ্রবণ। ওদের প্রিয় ক্রিকেটারদের এক জন শুভমন। ও আউট হওয়ায় সমর্থকরা হতাশ হয়েছেন। তাঁরা নিজেদের মতো করে দেখেছেন বিষয়টা। আশা করব, ক্রিকেটপ্রেমীরা খেলার দিকে নজর রাখবেন। আমাদের এগিয়ে যেতে হবে।’’ অজি অলরাউন্ডার বোঝাতে চেয়েছেন, শুভমনের ক্যাচ নিয়ে বিতর্ক এবং ক্ষোভ তৈরি হলেও সেটা অতীত। এখন গুরুত্বপূর্ণ শেষ দিনের খেলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement