কোরিয়ান ‘অ্যান্টি এজিং মাস্ক’ তৈরি করা যায় বাড়িতেই। ছবি: সংগৃহীত।
বলিরেখা এখন আর সঠিক বয়সের জন্য অপেক্ষা করে না। অনিয়ন্ত্রিত জীবনযাপন, তেলমশলা দেওয়া খাবার খাওয়ার অভ্যাস, ত্বকের অযত্নের ফলে কম বয়সেই ত্বক বুড়িয়ে যায়, জেল্লা হারায়।
ইদানীং ত্বকচর্চায় কোরিয়ান প্রসাধনী বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কোরিয়ানদের মতো স্বচ্ছ ত্বক পাওয়ার আশায় অনেকেই খরচ করে সেই সব প্রসাধনী কিনছেন। তবে রূপচর্চা শিল্পীরা বলছেন, কোরিয়ানদের রূপচর্চার মূল উপকরণ হল চাল। চাল তো সকলের বাড়িতেই থাকে। তা দিয়ে সহজেই কোরিয়ান ‘অ্যান্টি এজিং মাস্ক’ তৈরি করে ফেলা যায়। সঙ্গে আর কী কী লাগে?
এই মাস্ক তৈরি করতে কী কী লাগবে?
· আধ কাপ: চাল
· এক কাপ: দুধ
· আধ কাপেরও কম: জল
· এক টেবিল চামচ: মধু
· ১টি পাতা: রাইস পেপার শিট
কী ভাবে তৈরি করবেন এই মাস্ক?
· প্রথমে চাল ভাল করে ধুয়ে নিন।
· এ বার একটি ননস্টিকের পাত্রে একে একে চাল, জল এবং দুধ নিয়ে নিন। অল্প আঁচে ফোটাতে থাকুন।
· অন্তত পক্ষে আধ ঘণ্টা অপেক্ষা করুন। নাড়তে নাড়তে চাল সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন।
· স্বাভাবিক তাপমাত্রায় এলে সমস্তটা ব্লেন্ডারে দিয়ে মসৃণ এবং ঘন একটি মিশ্রণ তৈরি করে নিন।
· যদি মাস্ক খুব ঘন হয়ে যায়, সে ক্ষেত্রে সামান্য জল ব্যবহার করা যেতে পারে। তবে তা খুব ঘন বা খুব পাতলা না হলেই ভাল।
· সবশেষে এই মিশ্রণে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। ব্যস, কোরিয়ান মাস্ক মুখে মাখার জন্য তৈরি।
· এই মাস্ক মুখে মেখে রাখুন মিনিট দশেক। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।