Team India

বিশ্বকাপ না থাকলেও আছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫-এ কবে, কোন ম্যাচ রয়েছে ভারতীয় ক্রিকেট দলের

আগামী বছর শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট দিয়ে। এর পর একে একে বিভিন্ন দল ভারতে খেলতে আসবে। রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইপিএল, এশিয়া কাপের মতো প্রতিযোগিতা। কবে, কখন, কোথায় খেলবেন ভারতীয় ক্রিকেটারেরা? রইল পূর্ণ সূচি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:৪০
Team India fan

ভারতীয় সমর্থকের উচ্ছ্বাস। —ফাইল চিত্র।

শেষ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের বছর। আগামী বছর শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট দিয়ে। এর পর একে একে বিভিন্ন দল ভারতে খেলতে আসবে। রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইপিএল, এশিয়া কাপের মতো প্রতিযোগিতা। কবে, কখন, কোথায় খেলবেন ভারতীয় ক্রিকেটারেরা? রইল পূর্ণ সূচি।

Advertisement

জানুয়ারি

৩ জানুয়ারি থেকে শুরু সিডনি টেস্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে খেলতে নামবেন রোহিত শর্মারা। বর্ডার-গাওস্কর ট্রফির সেটাই শেষ ম্যাচ। ভারত পিছিয়ে রয়েছে ১-২ ব্যবধানে। শেষ টেস্ট জিতে সিরিজ় হার বাঁচাতে চাইবেন তাঁরা।

দেশে ফিরে ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়। ইডেন (২২ জানুয়ারি), চেন্নাই (২৫ জানুয়ারি), রাজকোট (২৮ জানুয়ারি) এবং পুনেতে (৩১ জানুয়ারি) খেলবে ভারত এবং ইংল্যান্ড।

ফেব্রুয়ারি

পাঁচ ম্যাচের সিরিজ়ের শেষ ম্যাচটি ফেব্রুয়ারিতে। ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে হবে সেই ম্যাচ। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু এক দিনের সিরিজ়। তিন ম্যাচের সিরিজ়ে ভারত-ইংল্যান্ড খেলবে নাগপুর (৬ ফেব্রুয়ারি), কটক (৯ ফেব্রুয়ারি) এবং আমদাবাদে (১২ ফেব্রুয়ারি)।

এই মাসেই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেই প্রতিযোগিতা। ফেব্রুয়ারি মাসে গ্রুপ পর্বে ভারত খেলবে বাংলাদেশ (২০ ফেব্রুয়ারি) এবং পাকিস্তানের (২৩ ফেব্রুয়ারি) বিরুদ্ধে। প্রতিযোগিতা চলবে মার্চ মাসেও। ভারত সব ম্যাচ খেলবে দুবাইয়ে।

মার্চ

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। ২ মার্চ হবে সেই ম্যাচ। সেমিফাইনালে উঠলে সেই ম্যাচ ভারত খেলবে ৪ মার্চ। ফাইনাল ৯ মার্চ।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর শুরু হয়ে যাবে আইপিএল। তাই জুন মাসের আগে আর কোনও খেলা নেই ভারতের। রোহিত, বিরাট কোহলিরা তখন আইপিএলে ব্যস্ত থাকবেন।

জুন

১১ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত যদি এই প্রতিযোগিতার ফাইনালে উঠতে পারে তা হলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লর্ডসে খেলবে তারা। যদি ফাইনালে ভারত খেলতে না পারে তা হলেও জুন মাসে ইংল্যান্ড যাবে ভারতীয় দল। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ় শুরু ২০ জুন থেকে। প্রথম ম্যাচ হেডিংলেতে।

জুলাই

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট এজবাস্টনে। ২ জুলাই থেকে শুরু হবে সেই টেস্ট। তৃতীয় টেস্ট শুরু ১০ জুলাই থেকে। লর্ডসে হবে সেই ম্যাচ। পরের দু’টি টেস্ট ম্যাঞ্চেস্টার (২৩ জুলাই) এবং ওভালে (৩১ জুলাই)।

অগস্ট

ভারতের সিরিজ়গুলির দিন এবং মাঠ জুলাই মাস পর্যন্ত ঠিক হয়ে গিয়েছে। বছরের দ্বিতীয় ভাগে ভারত কার কার বিরুদ্ধে ক’টি ম্যাচ খেলবে তা ঠিক হয়ে গিয়েছে। কিন্তু দিন এবং মাঠ এখনও ঠিক হয়নি। অগস্টে ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশে গিয়ে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। যা চলতে পারে সেপ্টেম্বর পর্যন্ত।

অক্টোবর

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে ভারত। সেই সঙ্গে এই মাসেই শুরু হবে এশিয়া কাপ। যে প্রতিযোগিতার আয়োজক ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি।

নভেম্বর

এক দিনের সিরিজ় খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারত। তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা। এই সিরিজ় হয়তো অক্টোবরের শেষ থেকে শুরু হবে। চলবে নভেম্বর পর্যন্ত।

ডিসেম্বর

বছরের শেষে ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। নভেম্বর থেকে এই সিরিজ় শুরু হতে পারে। চলবে ডিসেম্বর পর্যন্ত।

Advertisement
আরও পড়ুন