Vinod Kambli

হাসপাতালে নার্স, কর্মীদের সঙ্গে নাচ কাম্বলির, অনেকটাই সুস্থ প্রাক্তন ক্রিকেটার

৫২ বছর বয়সি কাম্বলির মূত্রনালিতে সংক্রমণ হয়েছিল। সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। তখন ধরা পড়ে কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বাঁধছে। তাঁকেই দেখা গেল নাচতে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৩:১১
Vinod Kambli

(বাঁ দিকে) বিনোদ কাম্বলির নাচ। হাসপাতালে প্রাক্তন ক্রিকেটার (ডান দিকে)। ছবি: এক্স।

ঠাণের এক হাসপাতালে ভর্তি রয়েছেন বিনোদ কাম্বলি। সেখানেই তাঁকে নাচতে দেখা গেল। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। কাম্বলির নাচ অবাক করে দিয়েছে সমর্থকদের।

Advertisement

৫২ বছর বয়সি কাম্বলির মূত্রনালিতে সংক্রমণ হয়েছিল। সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। তখন ধরা পড়ে কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বাঁধছে। তবে সোমবার চিকিৎসকেরা জানিয়েছেন যে, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন কাম্বলি। ১৭টি টেস্ট এবং ১০৪টি এক দিনের ম্যাচ খেলা বাঁহাতি ব্যাটারের নাচ সেই প্রমাণই দিচ্ছে।

সমাজমাধ্যমে যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে কাম্বলি একটি পরিচিত গানে নাচছেন। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন হাসপাতালের এক নার্স এবং কিছু কর্মীও। কাম্বলির নাচ হাসপাতালে ভর্তি অন্য রোগীরাও উপভোগ করেছেন। সেই সঙ্গে বাকি কর্মীরাও আনন্দ পেয়েছেন। কাম্বলি সমর্থকদের উদ্দেশে বলেন, “আপনাদের ভালবাসার জোরে এত দূর চলে এসেছি।” তিনি ধন্যবাদ জানিয়েছেন, হাসপাতালের ডিরেক্টর শৈলেশ ঠাকুরকেও।

কিছু দিন আগে হাসপাতালে ভর্তি করানো হয় কাম্বলিকে। মূত্রনালিতে সংক্রমণ ছিল তাঁর। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধছিল বলেও জানা গিয়েছিল। তাঁর চিকিৎসক বিবেক দ্বিবেদী বলেন, “কাম্বলিকে যখন এখানে নিয়ে আসা হয়েছিল, তখন তাঁর শরীরে পুষ্টির অভাব ছিল। আগামী দিনে তাঁর পুষ্টি প্রয়োজন, সেই সঙ্গে দরকার ফিজিয়োথেরাপি। এই দু’টি দিকে নজর রাখা হচ্ছে। তাঁর স্মৃতিশক্তির ক্ষয় হয়েছে। কাম্বলির মস্তিষ্কে কিছু সমস্যা তৈরি হয়েছে। তবে সময়ের সঙ্গে তা ঠিক হয়ে যাবে। ১০০ শতাংশ না হলেও ৮০-৯০ শতাংশ স্মৃতিশক্তি ফিরে পাবেন তিনি।”

Advertisement
আরও পড়ুন