Zimbabwe and Afghanistan

ড্র হওয়া জ়িম্বাবোয়ে বনাম আফগানিস্তান ম্যাচে রানের রেকর্ড, চার দিনে দুই নজির দুই দলের

সোমবার জ়িম্বাবোয়ে এবং আফগানিস্তান ম্যাচ ড্র হয়ে যায়। দুই দলের ব্যাটারেরাই ছড়ি ঘোরালেন পাঁচ দিন ধরে। রেকর্ডও গড়ল দুই দল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৩
Afghanistan

রহমত শাহ এবং হসমতুল্লাহ শাহিদি। ছবি: সংগৃহীত।

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে নিজেদের সবচেয়ে বেশি রানের রেকর্ডটি ভেঙেছিল জ়িম্বাবোয়ে। চার দিনের মধ্যে আফগানিস্তান নিজেদের এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি ভেঙে দিল। একই ম্যাচে রেকর্ড গড়ল দুই দল।

Advertisement

সোমবার জ়িম্বাবোয়ে এবং আফগানিস্তান ম্যাচ ড্র হয়ে যায়। দুই দলের ব্যাটারেরাই ছড়ি ঘোরালেন পাঁচ দিন ধরে। টেস্টের দ্বিতীয় দিন নিজেদের রেকর্ড ভেঙেছিল জ়িম্বাবোয়ে। ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৫৬৩ রান করেছিল তারা। সেটাই টেস্টে এত দিন ছিল তাদের এক ইনিংসে সর্বোচ্চ রান। সেই রেকর্ড ভেঙে আফগানিস্তানের বিরুদ্ধে ৫৮৬ করেছিল জ়িম্বাবোয়ে।

জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান তুলল ৬৯৯ রান। এর আগে এক ইনিংসে আফগানিস্তানের সর্বোচ্চ ছিল ৫৪৫ রান। সেটাও জ়িম্বাবোয়ের বিরুদ্ধে করেছিল তারা। ২০২১ সালে গড়া নিজেদের সেই নজির ভেঙে দিল আফগানিস্তান। তবে টেস্টে সব দল মিলিয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ডটির মালিক শ্রীলঙ্কা। ১৯৯৭ সালে ভারতের বিরুদ্ধে ৯৫২ রান করেছিল তারা। সেটাই এখনও বিশ্বরেকর্ড।

আফগানিস্তান বনাম জ়িম্বাবোয়ে ম্যাচে ২৪৬ রান করেন হসমতুল্লাহ শাহিদি। আফগানিস্তানের হয়ে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল তাঁর। ২০০ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন শাহিদি। সঙ্গে রহমত শাহ ২৩৪ রান করেন। তাঁরা দু’জনে মিলে ৩৬৪ রান তোলেন। যা আফগানদের সর্বোচ্চ রানের জুটি।

ম্যাচে জ়িম্বাবোয়ে প্রথমে ব্যাট করে ৫৮৬ রান তোলে। জবাবে আফগানিস্তান ৬৯৯ রান করে। দ্বিতীয় ইনিংসে জ়িম্বাবোয়ে ১৪২ রানে ৪ উইকেট হারায়। ম্যাচ ড্র হয়ে যায়। জ়িম্বাবোয়ের হয়ে শতরান করেন শন উইলিয়ামস (১৫৪), ক্রেগ এরভিন (১০৪) এবং ব্র্যায়ান বেনেট (১১০ রানে অপরাজিত)। বেনেট বল হাতে পাঁচটি উইকেটও নেন।

Advertisement
আরও পড়ুন