india cricket

Team India: ইডেনে সিরিজ জিতে নবাবের শহরে রোহিতরা, জৈবদুর্গে ক্যারম খেলে সময় কাটছে ঈশানদের

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে নেই প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী। নেই উইকেটরক্ষক ঋষভ পন্থও। দলে সুযোগ পেতে পারেন কিছু নতুন মুখ। অধিনায়ক রোহিত জানিয়েছেন, টি২০ বিশ্বকাপের জন্য চিন্তা-ভাবনা শুরু করেছেন তাঁরা। যা পরীক্ষা করা হচ্ছে সব বিশ্বকাপের কথা মাথায় রেখে। প্রতিটি পজিশনে একাধিক ক্রিকেটার তৈরি রাখতে চাইছেন তাঁরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১১
জৈবদুর্গে ঢুকে পড়েছেন রোহিতরা

জৈবদুর্গে ঢুকে পড়েছেন রোহিতরা ছবি: টুইটার।

ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ ৩-০ ব্যবধানে জেতার পরেই লখনউ পাড়ি দিয়েছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে দল। আর হোটেলে পৌঁছে জৈবদুর্গের মধ্যে ঢুকে পড়তে হয়েছে রোহিত শর্মাদের। সেখানে থেকেই প্রস্তুতি সারছেন ভারতীয় ক্রিকেটাররা। অবসরে ক্যারম খেলতেও দেখা যাচ্ছে ঈশান কিশনদের।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কড়া বিধিনিষেধের মধ্যে হোটেলে ঢুকেছে ভারতীয় দল। ক্রিকেটারদের দেখা যায়, নিজেদের মধ্যে গল্প করছেন। ঈশানকে ক্যারম খেলতে দেখা যায়। ক্রিকেটারদের শরীরী ভাষায় বোঝা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরে যথেষ্ট ফুরফুরে মেজাজে রয়েছেন তাঁরা।

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে নেই প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী। নেই উইকেটরক্ষক ঋষভ পন্থও। দলে সুযোগ পেতে পারেন কিছু নতুন মুখ। অধিনায়ক রোহিত জানিয়েছেন, টি২০ বিশ্বকাপের জন্য চিন্তা-ভাবনা শুরু করেছেন তাঁরা। যা পরীক্ষা করা হচ্ছে সব বিশ্বকাপের কথা মাথায় রেখে। প্রতিটি পজিশনে একাধিক ক্রিকেটার তৈরি রাখতে চাইছেন তাঁরা।

২৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার লখনউয়ে হবে প্রথম টি২০ ম্যাচ। পরের দু’টি খেলা হবে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি। তবে সেই ম্যাচ দু’টি হবে ধর্মশালাতে। টি২০ সিরিজ শেষ হওয়ার পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ মার্চ থেকে মোহালিতে প্রথম ও ১২ মার্চ থেকে বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত।

Advertisement
আরও পড়ুন