T20 World Cup 2022

এক ম্যাচ হেরেই ওয়েস্ট ইন্ডিজে ডামাডোল, সতীর্থদের কড়া সমালোচনা দলের ক্রিকেটারের

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে হেরে সতীর্থদের সমালোচনা করেছেন জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার মতে, মাঠে নেমে খেলতে না পারলে প্রতিভা থেকে কোনও লাভ নেই।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ১৮:২৯
সতীর্থদের খেলায় খুশি নন জেসন হোল্ডার (ডান দিকে)।

সতীর্থদের খেলায় খুশি নন জেসন হোল্ডার (ডান দিকে)। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারার পরে ডামাডোল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। প্রকাশ্যে সতীর্থদের সমালোচনা করলেন দলের ক্রিকেটার জেসন হোল্ডার। প্রাক্তন অধিনায়কের প্রশ্ন, মাঠে নেমে খেলতে না পারলে প্রতিভা থেকে কী লাভ?

জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে সংবাদ সংস্থাকে হোল্ডার বলেন, ‘‘আগের দিন আমরা খুব খারাপ ব্যাটিং করেছি। গত কয়েকটি সিরিজে খারাপ ব্যাটিং করার জন্যই আমরা ডুবেছি। আমার মনে হয়, পরিস্থিতি অনুযায়ী সবার ব্যাট করা উচিত। সব সময় নিজের ইচ্ছা অনুযায়ী খেললে হয় না। বড় রান করতে হলে জুটি বাঁধতে হবে।’’

Advertisement

গত কয়েক বছরে ওয়েস্ট ইন্ডিজে অনেক ক্রিকেটার উঠে এসেছেন। কিন্তু মাঠে নেমে খেলতে না পারলে কোনও লাভ হবে না বলেই মনে করেন হোল্ডার। তিনি বলেছেন, ‘‘প্রতিভা থেকে কী লাভ? মাঠে নেমে তো খেলতে হবে। তার জন্য আমাদের একটা দল হিসাবে খেলতে হবে। নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। তার পরে সেই পরিকল্পনা কাজে লাগাতে হবে। নইলে হবে না।’’

বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। প্রতিপক্ষকে নিয়ে সতর্ক হোল্ডার। তিনি জানেন, জিম্বাবোয়েকে হারানো সহজ হবে না। হোল্ডার বলেন, ‘‘জিম্বাবোয়ে দিন দিন আরও ভাল ক্রিকেট খেলছে। প্রথম ম্যাচ ওরা জিতেছে। তাই ওদের আত্মবিশ্বাস অনেক বেশি থাকবে। ওদের হারাতে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে আমাদের।’’

দলের সমালোচনা করলেও এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মতো মশলা তাঁদের দলে রয়েছে বলে মনে করেন হোল্ডার। তিনি আশাবাদী, পরের ম্যাচে ভাল খেলবেন। হোল্ডার বলেছেন, ‘‘অতীতের দিকে তাকাতে চাই না। সামনে কঠিন ম্যাচ। তবে আমরাও তৈরি। দলে অনেক ম্যাচ উইনার রয়েছে। শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। একটা দল হিসাবে খেলতে হবে। তা হলেই আমরা সফল হব।’’

Advertisement
আরও পড়ুন