Shakib Al Hasan

দু’ঘণ্টার মধ্যে আবার বিতর্কে শাকিব! ডিআরএস নিয়ে বিতণ্ডায় জড়ালেন আম্পায়ারের সঙ্গে

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আবার বিতর্কে জড়ালেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। একটি ডিআরএস নেওয়াকে কেন্দ্র করে বিতর্ক। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২২ ১২:৩৮
আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ শাকিব।

আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ শাকিব। —ফাইল চিত্র

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আবার বিতর্কে জড়ালেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। একটি ডিআরএস নেওয়াকে কেন্দ্র করে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন বাংলাদেশের অধিনায়ক।

পাকিস্তানের ইনিংসের ১২তম ওভারে ঘটে এই ঘটনা। ইবাদত হোসেনের একটি বল মহম্মদ নওয়াজের প্যাডে লেগে পয়েন্ট এলাকায় যায়। প্যাডে লাগার পরে এলবিডব্লিউর আবেদন করেন বাংলাদেশের ক্রিকেটাররা। আম্পায়ার আউট দেননি। এ দিকে রান নেওয়ার চেষ্টা করেন নওয়াজ। তিনি যখন মাঝ পিচে পৌঁছেছেন, তখনই ফিল্ডারের হাতে বল পৌঁছে যায়। তিনি উইকেট লক্ষ্য করে থ্রো করেন। কিন্তু বল উইকেটে লাগেনি। শুধু তাই নয়, বল সোজা চলে যায় বাউন্ডারিতে। বাই হিসাবে ৪ রান পায় পাকিস্তান।

Advertisement

এই ঘটনার মধ্যেই ডিআরএস নিতে চান শাকিব। কিন্তু তত ক্ষণে নির্ধারিত ১৫ সেকেন্ড সময় পেরিয়ে যায়। ফলে তিনি ডিআরএস নিতে পারেননি। তার পরেই আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ান তিনি। শাকিব বলতে থাকেন, বাই চার হওয়ার পরে ডিআরএসের ১৫ সেকেন্ড শুরু হওয়া উচিত ছিল। কিন্তু আম্পায়ার সেই দাবি মানতে চাননি। ফলে ডিআরএস নিতে পারেননি শাকিব। এই ঘটনায় চরম ক্ষুব্ধ হন শাকিব। মাথার টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন তিনি।

এর আগে ব্যাট করার সময় তাঁকে আউট দেওয়া নিয়েও বিতর্কে জড়ান শাকিব। ১১তম ওভারের চতুর্থ বলে ফিরে যান বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। ব্যাট করতে নামেন শাকিব। পাকিস্তানের বোলার শাদাব খানের স্লো ফুলটস শাকিবের ব্যাটে লাগার পর পায়ে লেগে অন্য দিকে যায়। শাদাব এলবিডব্লিউয়ের আবেদন করার পর মাঠের আম্পায়ার কিছু ক্ষণ অপেক্ষা করে আউট দিয়ে দেন। শাকিব সঙ্গে সঙ্গে ডিআরএস নেন।

ডিআরএসে স্পষ্ট দেখা যায়, বল আগে ব্যাটে লেগেছে। কিন্তু তৃতীয় আম্পায়ার বলে দেন, ব্যাটের সঙ্গে বলের কোনও যোগাযোগ হয়নি। স্নিকোমিটারে যা ধরা পড়েছে সেটি ব্যাটের মাটিতে লাগার শব্দ। বল সরাসরি শাকিবের পায়ে লেগেছে। তিনি আউটের সিদ্ধান্ত নেন। শাকিব বিশ্বাসই করতে পারছিলেন। প্রথমে অবাক হয়ে যান। তার পরে মাঠে থাকা দুই আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন।

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে তৃতীয় আম্পায়ার জ়িম্বাবোয়ের ল্যাংটন রুসেরে। তাঁর সিদ্ধান্ত চমকে দিয়েছে ধারাভাষ্যকারদেরও। তাঁরা বার বার বলতে থাকেন, শাকিব কোনও মতেই আউট ছিলেন না। ব্যাটের সঙ্গে পিচের কোনও সংযোগ ছিল না। কারণ শাকিবের ব্যাট পিচ থেকে বেশ কিছুটা উপরে ছিল। ফলে স্নিকোমিটারে যা ধরা পড়েছে তা ব্যাটে-বলে হওয়ার শব্দই।

আরও পড়ুন
Advertisement