T20 World Cup 2022

শুধু ছক্কা মারলেই হবে না! অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ জেতার দুই মন্ত্র দিলেন সচিন

অস্ট্রেলিয়ার মাঠে শুধু বড় শট মারার চেষ্টা করলে সফল হওয়া যাবে না বলে মনে করছেন সচিন তেন্ডুলকর। অস্ট্রেলিয়ার মাঠে কী ভাবে ব্যাটার ও বোলাররা সফল হতে পারবেন তার ক্লাস নিলেন সচিন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২২ ১২:৩০
রোহিতরা বিশ্বকাপে নামার আগে সচিনের বার্তা।

রোহিতরা বিশ্বকাপে নামার আগে সচিনের বার্তা। —ফাইল চিত্র

অস্ট্রেলিয়ায় বহু স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি। তাই জানেন, সেখানকার উইকেটে কী ভাবে খেলতে হয়। অস্ট্রেলিয়ার মাঠে যে শুধু বড় শট খেলার চেষ্টা করলে কাজের কাজ হবে না, তা ভাল করেই জানেন সচিন তেন্ডুলকর। তাই রোহিত শর্মারা বিশ্বকাপ খেলতে নামার আগে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে রাখলেন সচিন।

অস্ট্রেলিয়ার মাঠ অন্যান্য দেশের তুলনায় বড়। তাই সেখানে সিঙ্গলস খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন সচিন। তিনি এক ইংরেজি সংবাদপত্রে বলেন, ‘‘অস্ট্রেলিয়ার মাঠে সহজে বড় শট খেলা যায় না। ব্যাটে ভাল ভাবে না লাগলে আউট হওয়ার সম্ভাবনা বেশি। তাই যত বেশি সম্ভব দু’রান, তিন রান নেওয়ার কথা ভাবতে হবে। মাঠ বড় হওয়ায় দৌড়ে রান নেওয়ার সুযোগ বেশি থাকে। আমরা তো মেলবোর্নে অনেক সময় দৌড়ে চার রানও নিয়েছি। সব সময় স্কোরবোর্ড সচল রাখতে হবে।’’

Advertisement

শুধু বড় মাঠ নয়, অস্ট্রেলিয়ায় ব্যাট করার সময় হাওয়ার দিকেও নজর রাখা উচিত বলে মনে করেন সচিন। তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়ার অনেক মাঠেই সন্ধ্যার দিকে জোরে হাওয়া বয়। ব্যাটারদের খেয়াল রাখতে হবে কোন দিক থেকে কোন দিকে হাওয়া বইছে। হাওয়ার অভিমুখে মারলে বড় শট খেলা অনেক সহজ। বোলারদেরও বল করার সময় খেয়াল রাখতে হবে কোন দিক থেকে হাওয়া আসছে। সে দিকে ব্যাটারদের খেলতে বাধ্য করতে হবে। অস্ট্রেলিয়ায় একটু বুদ্ধি করে খেলতে হবে।’’

পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নে খেলতে নামবে ভারত। সেখানে ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়া খুব জরুরি বলে মনে করছেন সচিন। তিনি বলেন, ‘‘মেলবোর্নে এক লাখের বেশি দর্শক থাকবে। ওই চিৎকারের মধ্যে রান করতে গেলে ব্যাটারদের মধ্যে বোঝাপড়া খুব দরকার। মেলবোর্নে সতীর্থের কথা শুনতে না পেয়ে রান আউটের ঘটনা অনেক হয়েছে। তাই ক্রিকেটারদের ফোকাস ধরে রাখতে হবে। শুধু খেলার দিকে মন দিতে হবে।’’

আরও পড়ুন
Advertisement