সেমিফাইনালের আগে রোহিত শর্মা এবং বিরাট কোহলির চোটের খবর চিন্তা বাড়িয়েছে ভারতীয় সমর্থকদের। রোহিতের হাতে চোট লাগে মঙ্গলবার। বুধবার বিরাটের কুঁচকিতে চোটের কথা জানা যায়। ভারতীয় বোর্ডের তরফে এখনও পর্যন্ত বলা হয়নি যে, তাঁরা খেলবেন না। প্রশ্ন রয়েছে দীনেশ কার্তিক এবং ঋষভ পন্থের মধ্যে কে খেলবেন তা নিয়েও।
ছবি: পিটিআই
লোকেশ রাহুল: পর পর দু’টি ম্যাচে অর্ধশতরান। রাহুল ছন্দে ফিরে এসেছেন বলেই মনে করা হচ্ছে। সেমিফাইনালে ভারতের হয়ে ওপেন করতে দেখা যাবে তাঁকেই। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ৫ ম্যাচে তাঁর সংগ্রহ ১২৩ রান।
ছবি: পিটিআই
রোহিত শর্মা: হাতে চোট লাগলেও মঙ্গলবার তাঁকে আবার ব্যাট করতে দেখা গিয়েছিল। খুব একটা বড় চোট নয় বলেই মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত অধিনায়ক খেলবেন বলেই ধরে নেওয়া যায়। সেই ম্যাচে তাঁর ব্যাটে রান চাইবেন সমর্থকরা।
ছবি: পিটিআই
বিরাট কোহলি: এ বারের বিশ্বকাপে সব থেকে বেশি রানের মালিক তিনি। তিনটি অর্ধশতরান করে ফেলেছেন বিরাট। সেমিফাইনালের মতো ম্যাচে তাঁকে চাইবেন সকলেই। বড় ম্যাচে বিরাট যে কী করতে পারেন তা সকলেই জানেন। একার হাতে ম্যাচে জেতানোর মতো ক্রিকেটারকে খেলানোর জন্য সব চেষ্টাই যে করা হবে তা বলাই বাহুল্য।
ছবি: পিটিআই
সূর্যকুমার যাদব: এ বারের বিশ্বকাপে সব নজর কেড়ে নিয়েছেন তিনি। মেলবোর্নের বিশাল মাঠে তাঁর মারা সুইপ অবাক করে দিয়েছে সকলকে। অ্যাডিলেডের মাঠেও সূর্যকুমার ঝড় তুললে অবাক হওয়া কিছু থাকবে না।
ছবি: পিটিআই
হার্দিক পাণ্ড্য: ব্যাট হাতে সে ভাবে ছন্দে নেই হার্দিক। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতালেও তার পর থেকে হার্দিকের ব্যাট শান্তই রয়েছে। বল হাতে যদিও কাজের কাজটা করে দিচ্ছেন তিনি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটে, বলে একই রকম ছন্দে হার্দিককে পেতে চাইবে দল।
ছবি: পিটিআই
দীনেশ কার্তিক: শেষ ম্যাচে ঋষভ পন্থকে খেলালেও তিনি রান পাননি। গোটা প্রতিযোগিতায় কার্তিকের উপর ভরসা করার পর সেমিফাইনালে হঠাৎ পন্থকে নামিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে না। নেটেও কার্তিককে পরিশ্রম করতে দেখা গিয়েছে। সেমিফাইনালে তাঁর দিকেই পাল্লা ভারী হতে পারে।
—ফাইল চিত্র
অক্ষর পটেল: রবীন্দ্র জাডেজা সুস্থ থাকলে তিনি হয়তো সুযোগই পেতেন না। কিন্তু সেমিফাইনালে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন অক্ষর। তাঁর স্পিনের সঙ্গে ব্যাট করার ক্ষমতা ভারতের ব্যাটিং গভীরতা বাড়ায়।
ছবি: পিটিআই
রবিচন্দ্রন অশ্বিন: শেষ ম্যাচে ৩ উইকেট নিয়েছেন। গ্রুপের পাঁচটি ম্যাচে তাঁর সংগ্রহ ৬ উইকেট। অশ্বিনের মতো অভিজ্ঞ স্পিনারকে সেমিফাইনালেও খেলাতে চাইবে দল। শেষ বেলায় ব্যাট হাতেও অনেক সময় কার্যকর হয়ে উঠতে পারেন অশ্বিন।
—ফাইল চিত্র
মহম্মদ শামি: অস্ট্রেলিয়ার পিচে ভারতীয় পেস আক্রমণের বড় ভরসা বাংলার পেসার। এখনও পর্যন্ত এ বারের বিশ্বকাপে ছ’টি উইকেট নিয়েছেন তিনি। খুব বেশি রানও দেননি।
—ফাইল চিত্র
ভুবনেশ্বর কুমার: নতুন বলে তাঁর সুইং বিপদে ফেলছে অনেক দলকেই। ইংল্যান্ডের বিরুদ্ধে শুরুতেই জস বাটলারদের ফিরিয়ে দেওয়ার জন্য তাঁর উপরেই ভরসা করবে দল। এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ মাত্র ৪ উইকেট। কিন্তু তাঁর রান আটকে রাখার ক্ষমতা ভারতকে বিরাট সুবিধা করে দিচ্ছে।
—ফাইল চিত্র
আরশদীপ সিংহ: গ্রুপ পর্বে তুলে নিয়েছেন ১০ উইকেট। ভারতের অন্যতম সেরা বোলার হয়ে উঠেছেন এ বারের প্রতিযোগিতায়। ইংল্যান্ডের বিরুদ্ধেও শুরুতেই ধাক্কা দেওয়ার জন্য আরশদীপের দিকে তাকিয়ে থাকবে দল।
—ফাইল চিত্র