Babar Azam

কোনও রকমে শেষ চারে পা! বাংলাদেশকে হারিয়ে কী বলছেন পাক অধিনায়ক বাবর

বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান। বাংলাদেশকে হারিয়ে কোনও রকমে সেমিফাইনালে ওঠার পরে কী বলছেন পাক অধিনায়ক বাবর আজম?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২২ ১৪:০১
দল জিতলেও ব্যাটে রান নেই বাবরের।

দল জিতলেও ব্যাটে রান নেই বাবরের। —ফাইল চিত্র

গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান। কোনও রকমে শেষ চারে উঠে এখন থেকেই সেমিফাইনালের অঙ্ক কষা শুরু করে দিয়েছেন পাক অধিনায়ক বাবর আজ়ম।

বাংলাদেশকে হারিয়ে উঠে বাবর প্রশংসা করেছেন গোটা দলের। বলেছেন, ‘‘এটা দলগত খেলার ফসল। ক্রিকেট সত্যিই খুব মজার খেলা। যে ভাবে আমাদের দলের ক্রিকেটাররা শেষ চারের জায়গা পাকা করল তার জন্য ওদের কোনও প্রশংসা যথেষ্ট নয়। সামনে সেমিফাইনাল। এখন থেকেই সেই পরিকল্পনা শুরু করব।’’

Advertisement

অ্যাডিলেডের উইকেটে ব্যাট করা খুব একটা সহজ ছিল না বলে জানিয়েছেন বাবর। কিন্তু সেই উইকেটে দলের ব্যাটাররা ভাল খেলেছেন বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক। তিনি বলেছেন, ‘‘এই পিচে ব্যাট করা খুব একটা সহজ ছিল না। দু’রকমের গতি ছিল। কোনও বল দ্রুত ব্যাটে আসছিল। কোনও বল থেমে আসছিল। তাই শট খেলতে সমস্যা হচ্ছিল।’’

দল জিতলেও এখনও নিজের ও রিজ়ওয়ানের খেলায় খুশি নন বাবর। তাঁরা রান না করায় মিডল অর্ডারের উপর চাপ বাড়ছে বলেই জানিয়েছেন তিনি। পাক অধিনায়ক বলেছেন, ‘‘আমি ও রিজ়ওয়ান শেষ পর্যন্ত খেলতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হল না। কিন্তু হ্যারিস আক্রমণাত্মক ব্যাটিং করেছে। ওকে দেখে ভাল লাগছে। তবে এখন নিজেদের ব্যাটিং নিয়ে কিছু ভাবছি না। সেমিফাইনাল খেলতে মুখিয়ে আছি।’’

সেমিফাইনালে পাকিস্তানের সামনে কোন দল পড়বে তা এখনও নিশ্চিত নয়। সেটা নির্ভর করছে ভারত-জ়িম্বাবোয়ে ম্যাচের দিকে। ভারত জিতলে গ্রুপ শীর্ষে শেষ করবেন রোহিত শর্মারা। সে ক্ষেত্রে সেমিফাইনালে পাকিস্তানকে খেলতে হবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে। আর যদি ভারত জ়িম্বাবোয়ের বিরুদ্ধে হারে, তা হলে গ্রুপ শীর্ষে শেষ করবেন বাবররা। সে ক্ষেত্রে সেমিফাইনালে তাঁরা খেলবেন ইংল্যান্ডের বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement