সেমিফাইনালের আগে বাড়তি সুবিধা পেয়ে গেলেন রোহিতরা। ফাইল ছবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে স্বস্তির খবর ভারতীয় দলের জন্য। অন্য দিকে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে। চোটের কারণে বৃহস্পতিবারের ম্যাচে অনিশ্চিত ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে উদ্বেগে জস বাটলাররা।
রোহিত শর্মাদের বিরুদ্ধে সম্ভবত খেলতে পারবেন না দাউইদ মালান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে কুঁচকিতে গুরুতর চোট পেয়েছেন মালান। তাঁর চোট সারতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তাই আগামী বৃহস্পতিবার তাঁকে ছাড়াই ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ বেছে নিতে হবে বাটলারদের। সতীর্থের চোট নিয়ে ইংল্যান্ডের সহ-অধিনায়ক মইন আলি বলেছেন, ‘‘গত কয়েক বছর ধরেই আমাদের দলের সেরা ব্যাটার মালান। ওকে দেখে আমাদের এক দমই ভাল লাগছে না। রবিবার মালানের চোটের জায়গার স্ক্যান করানো হয়েছে। ওর চোট নিয়ে বিস্তারিত বলতে পারব না। দলের চিকিৎসকরা ওর পরিস্থিতির উপর নজর রাখছেন। তবে আমাদের বিষয়টা ভাল ঠেকছে না।’’ মইন সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের বিরুদ্ধে মালানের খেলার কোনও সম্ভাবনা নেই। ইংল্যান্ড ফাইনালে উঠলে কি মালান খেলতে পারবেন? মইন জানিয়েছেন, এখনই কোনও নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। উল্লেখ্য, মালান টি-টোয়েন্টি ক্রিকেটে প্রাক্তন এক নম্বর ব্যাটার।
মইন বলেছেন, ‘‘সেমিফাইনালে আমরা পিছিয়ে থেকে শুরু করব। গত এক বছর ধরে ভারত দুর্দান্ত ক্রিকেট খেলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের পারফরম্যান্সের দিকে তাকান। ওরা সব থেকে ভাল খেলছে। আমাদের মেনে নিতে কোনও অসুবিধা নেই সেমিফাইনালে ভারতই এগিয়ে।’’ মালানের চোট তাঁদের সমস্যা আরও বাড়িয়েছে বলে মেনে নিয়েছেন মইন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে প্রত্যাশিত ছন্দে দেখা যাচ্ছে না বলে মেনে নিয়েছেন মইন। দলের একাধিক ক্রিকেটারের চেনা ছন্দে না থাকা সেমিফাইনালের আগে উদ্বেগ বাড়াচ্ছে এক দিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নদের। আইপিএলের ছন্দে নেই অধিনায়ক বাটলারও। একাধিক বোলারকেও চেনা ছন্দে দেখা যাচ্ছে না। সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে উদ্বেগ বাড়ছে।
আগামী ১০ নভেম্বর অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। সেই ম্যাচে মালানের মতো আগ্রাসী ব্যাটারকে না পাওয়া নিশ্চিত ভাবেই বাটলারের দলের জন্য বড় ধাক্কা।