T20 World Cup 2022

নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ব্যাটে ব্যর্থ শাকিবরা, দেড়শো রানও পেরোল না বাংলাদেশ

শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। দুই ওপেনার নাজমুল হোসেন এবং সৌম্য সরকার প্রথম উইকেটে ৪৩ তুলে দেন। তার পরেই ব্যাটিং ধসের মুখে পড়ে তারা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১১:২৪
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যর্থ হলেন বাংলাদেশের ব্যাটাররা।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যর্থ হলেন বাংলাদেশের ব্যাটাররা। ছবি টুইটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভদ্রস্থ রান তুলতে পারল না বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে আট উইকেটে ১৪৪ রান তুলল তারা। নেদারল্যান্ডস খুব একটা সহজ দল নয়। ফলে বাংলাদেশের কাছে এই ম্যাচ কঠিন লড়াই।

শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। দুই ওপেনার নাজমুল হোসেন এবং সৌম্য সরকার প্রথম উইকেটে ৪৩ তুলে দেন। সৌম্য ১৪ রানে ফিরতেই বাংলাদেশের ব্যাটিং ধস শুরু হয়। পর পর ফিরে যান নাজমুল, লিটন দাস, শাকিব আল হাসান। ৬৩ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেখান থেকে দলকে টানেন আফিফ হোসেন (৩৮)। তবে উল্টো দিকে কাউকে পাচ্ছিলেন না বলে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে পারছিলেন না।

Advertisement

পরের দিকে অবশ্য নুরুল হাসান (১৩) এবং মোসাদ্দেক হোসেন (অপরাজিত ২০) কিছু সঙ্গ দেন আফিফকে। তবে ১৮তম ওভারের শেষ বলে মারতে গিয়ে আফিফ নিজেই ফিরে যান। নেদারল্যান্ডসের বাস দ্য লিড এবং পল ফান মিকেরেন দু’টি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন
Advertisement