T20 World Cup 2022

গল্ফ খেলতে গিয়ে চোট উইকেটরক্ষকের, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে উদ্বেগ বাড়ালেন কে?

বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে ক্রমশই লম্বা হচ্ছে চোট পাওয়া ক্রিকেটারের তালিকা। অনুশীলন বা প্রস্তুতি ম্যাচে চোট পাচ্ছেন তাঁরা। এ বার গল্ফ খেলতে গিয়ে চোট পেলেন এক ক্রিকেটার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১৯:৩৯

ছবি: টুইটার।

গল্ফ খেলতে গিয়ে গত সেপ্টেম্বর মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। এ বার আরও এক ক্রিকেটারকে নিয়ে উদ্বেগ বাড়াল গল্ফ। বুধবার গল্ফ খেলতে গিয়ে হাতে চোট পেলেন তিনি।

অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস চোট পেয়েছেন। বুধবার অনুশীলন না থাকায় কয়েক জন সতীর্থকে নিয়ে গল্ফ খেলতে গিয়েছিলেন ইংলিস। একটি শট মারতে গিয়ে হাতে চোট পেয়েছেন তিনি। তাঁর হাতের কিছুটা অংশ কেটে গিয়েছে। ২২ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের শুরুর দিনেই অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড। সেই ম্যাচে ইংলিসের খেলার সম্ভাবনা প্রায় নেই।

Advertisement

ইংলিসকে না পেলেও অস্ট্রেলিয়া শিবির চিন্তিত নয়। কারণ, তিনি বিশ্বকাপের দলে রয়েছেন দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে। প্রথম একাদশে উইকেটরক্ষক হিসাবে খেলবেন ম্যাথু ওয়েডই। তবে, ওয়েডের কোনও ভাবে চোট লাগলে সমস্যা হতে পারে। তাই ঝুঁকি না নিয়ে ইংলিসকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছে অস্ট্রেলিয়া শিবির। তাঁর চোটের উপর নজর রাখছেন দলের চিকিৎসক। ইংলিসের চোট গুরুতর নয় বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে অস্ট্রেলিয়া দলের তরফে।

আরও পড়ুন
Advertisement