T20 World Cup 2022

বিশ্বকাপে লজ্জার হারের পরে দেশে ফেরা হচ্ছে না ভারতের ৮ ক্রিকেটারের!

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে লজ্জার হার হয়েছে ভারতের। ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হেরেছেন রোহিত শর্মারা। কিন্তু এখনই দেশে ফিরতে পারছেন না ৮ ক্রিকেটার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ১৬:৪৩
ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারত।

ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারত। ছবি: এএফপি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে লজ্জার হারের পরেও ভারতের সব ক্রিকেটাররা দেশে ফিরে আসছেন না। কয়েক জন ক্রিকেটার ভারতে ফিরে আসবেন। বাকিরা থেকে যাবেন অস্ট্রেলিয়া। সেখান থেকে সরাসরি নিউজ়িল্যান্ডে সিরিজ় খেলতে যাবেন তাঁরা।

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ১৫ জন ক্রিকেটারের মধ্যে ৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও এক দিনের সিরিজ়ে। তাঁরা হলেন, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ, দীপক হুডা, সূর্যকুমার যাদব, যুজবেন্দ্র চহাল, আরশদীপ সিংহ, হর্ষল পটেল ও ভুবনেশ্বর কুমার। এই ৮ ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে সরাসরি নিউজ়িল্যান্ডে চলে যাবেন। তাঁরা দেশে ফিরবেন না।

Advertisement

বাকি ৭ জন ক্রিকেটার অবশ্য বিশ্বকাপের পরে দেশে ফিরে আসবেন। তাঁরা হলেন, রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি ও দীনেশ কার্তিক। তাঁরা নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে সুযোগ পাননি। তাই দেশে ফিরে আসবেন তাঁরা।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১৮ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ় শুরু ভারতের। প্রথম ম্যাচ ওয়েলিংটনে। ২০ নভেম্বর দ্বিতীয় ম্যাচ হবে বে ওভালে। টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচে ২২ নভেম্বর নেপিয়ারে মুখোমুখি হবে দু’দল।

টি-টোয়েন্টি সিরিজ়ের পরে হবে এক দিনের সিরিজ। ২৫ নভেম্বর অকল্যান্ডে প্রথম এক দিনের ম্যাচ। পরের এক দিনের ম্যাচ ২৭ নভেম্বর হ্যামিল্টনে। ৩০ নভেম্বর ক্রাইস্টচার্চে তৃতীয় এক দিনের ম্যাচ খেলে শেষ হবে সিরিজ়।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজ়ের দল: হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, ঈশান কিশান, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের এক দিনের সিরিজ়ের দল: শিখর ধবন (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ় আহমেদ, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, দীপক চাহার, কুলদীপ সেন এবং উমরান মালিক।

Advertisement
আরও পড়ুন