T20 World Cup 2021

T20 World Cup 2021: শনিবার থেকে শুরু টি২০ বিশ্বকাপের মূল পর্ব, কোন ম্যাচ কোন চ্যানেলে দেখবেন?

ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে থেকে টি২০ বিশ্বকাপের সুপার ১২-র প্রথম ম্যাচ। সাদা বলের ক্রিকেটে দুই শক্তিশালী দল খেলতে নামবে সন্ধে সাড়ে সাতটায়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২১ ০৯:১৩
মরুদেশে শুরু বিশ্বকাপ।

মরুদেশে শুরু বিশ্বকাপ। —ফাইল চিত্র

শেষ যোগ্যতা অর্জন পর্ব। টি২০ বিশ্বকাপের মূল পর্ব শুরু হচ্ছে শনিবার থেকে। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। শনিবার দু’টি ম্যাচ খেলা হবে।

ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে থেকে টি২০ বিশ্বকাপের সুপার ১২-র প্রথম ম্যাচ। আবু ধাবির স্টেডিয়ামে মুখোমুখি হবে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া এবং টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। অনুশীলন ম্যাচে ভারতের কাছে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। ব্যাট হাতে অজি ওপেনাররা ব্যর্থ হলেও রান পেয়েছিলেন স্টিভ স্মিথরা। বল হাতে যদিও ভারতকে আটকাতে পারেনি তারা। অন্য দিকে অনুশীলন ম্যাচে আফগানিস্তান এবং পাকিস্তানকে হারিয়ে ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদাদের বিরুদ্ধে স্মিথদের লড়াই বেশ উপভোগ্য হতে পারে।

Advertisement

শনিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। শেষ টি২০ বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ানরা (২০১৬)। দু’বছর আগে এক দিনের ক্রিকেটে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। সাদা বলের ক্রিকেটে দুই শক্তিশালী দল খেলতে নামবে সন্ধে সাড়ে সাতটার সময়। দুবাইতে হবে সেই ম্যাচ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

টি২০ বিশ্বকাপের সমস্ত খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ৩, স্টার স্পোর্টস ফার্স্ট, হট স্টার, দূরদর্শন এবং স্টার স্পোর্টসের বিভিন্ন ভাষার চ্যানেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement