Viral Video

প্যারাগ্লাইডিং করছেন ‘জাদুকরী’! তরুণীর ভিডিয়ো দেখে ‘হ্যারি পটার’-এর গল্পে ফিরে গেল নেটপাড়া

দেখে মনে হচ্ছে যেন, ‘হ্যারি পটার’-এর জাদুময় দুনিয়া থেকে সরাসরি চলে এসেছেন তিনি। ব্রুমস্টিকের উপর বসে খাওয়াদাওয়াও করতে দেখা যাচ্ছে ওয়ান্ডিকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৬:২২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পরনে কালো টুপি। কালো আলখাল্লার মতো পোশাক। ‘হ্যারি পটার’-এর ছবিতে জাদুকরেরা যেমন ঝা়ড়ুর মতো দেখতে বিশেষ ‘ব্রুমস্টিক’-এর উপর বসে যাতায়াত করত, ‘কুইডিচ’ নামের বিশেষ খেলায় এই ব্রুমস্টিকের উপর বসেই হাওয়ায় উড়ে খেলত প্রতিযোগীরা। তরুণীও তেমন বেশ ধারণ করেছেন। ব্রুমস্টিকের উপর বসে যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ফ্লাইহ্যালোদিদি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় এক তরুণীর ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তরুণীর নাম ওয়ান্ডি ওয়াং। পেশায় সমাজমাধ্যমের প্রভাবী তিনি। ইনস্টাগ্রামের পাতায় ৭৮ হাজারের বেশি অনুগামী রয়েছে ওয়ান্ডির। নিজের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন তিনি।

বিভিন্ন ধরনের পোশাক পরে দেশ-বিদেশের নানা জায়গায় প্যারাগ্লাইডিং করেন ওয়ান্ডি। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন তরুণী। সম্প্রতি ইনস্টাগ্রামে প্যারাগ্লাইডিং করার যে ভিডিয়োটি তিনি পোস্ট করেছেন সেখানে তাঁকে জাদুকরীর পোশাকে দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন, ‘হ্যারি পটার’-এর জাদুময় দুনিয়া থেকে সরাসরি চলে এসেছেন তিনি। ব্রুমস্টিকের উপর বসে খাওয়াদাওয়াও করতে দেখা যাচ্ছে ওয়ান্ডিকে। ব্রুমস্টিকের গোড়ায় কালো রঙের একটি পুতুলও লাগানো রয়েছে।

ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অধিকাংশ ভালবাসা এঁকে দিয়েছেন। কেউ কেউ আবার তরুণীকে এই সাজে প্যারাগ্লাইডিং করার অনুরোধ করেছেন।

Advertisement
আরও পড়ুন