রাগের বশে ছোট ভাইয়ের উপর দিয়ে বড় ভাই ট্রাক্টর চালিয়ে দেন বলে অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
ভাইয়ের উপর দিয়ে ট্রাক্টর চালানোর অভিযোগ দাদার বিরুদ্ধে। কর্নাটকের বেলাগাভি জেলার ঘটনা। ভাইকে খুনের পরে নিজেই থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন ৩০ বছরের যুবক। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, সম্পত্তির জন্য ছোট ভাইকে খুন করেছে বড় ভাই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোপাল বাভিহাল। তাঁর বয়স ২৭ বছর। অভিযুক্তের নাম মারুতি বাভিহাল। মুরগোড় থানার ইয়ারাগাত্তি তালুকের বাসিন্দা তাঁরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বাভিহাল পরিবারে সম্পত্তি ভাগাভাগি হয়েছে। তিন ভাই একটি করে ট্রাক্টর পেয়েছেন। যদিও নিজের ভাগ নিয়ে অখুশি ছিলেন গোপাল। লাগাতার অভিযোগ করতেন তিনি। এই নিয়ে বড় ভাইয়ের সঙ্গে ঝগড়াও হত।
শনিবার সম্পত্তি নিয়ে বিবাদ চরমে ওঠে গোপাল এবং মারুতির। পুলিশ জানিয়েছে, তাতে বেজায় চটে যান মারুতি। রাগের বশে ছোট ভাইয়ের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দেন মারুতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপালের। এর পরেই সোজা থানায় যান মারুতি। সেখানে আত্মসমর্পণ করেন।