মাঠে এ ভাবেই দুই পাক ক্রিকেটারকে শুভেচ্ছা জানান কোহলী ছবি: টুইটার থেকে।
হেরে গিয়েছে দল। হতাশ হয়ে সাজঘরের দিকে ফিরছেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু মাঠেই বিপক্ষ দলের দুই নায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের প্রশংসা করছেন ভারত অধিনায়ক বিরাট কোহলী। রিজওয়ানকে জড়িয়েও ধরলেন তিনি। তাঁর এই ব্যবহার মন ছুঁয়েছে ক্রিকেটপ্রেমীদের। মুগ্ধ পাকিস্তানও। কোহলীর প্রশংসা করেছেন পাক মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সানা মির।
ভারত-পাক ম্যাচের পরে আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে মির বলেন, ‘‘পাকিস্তানের বিরুদ্ধে হারকে অত্যন্ত সহজ ভাবে গ্রহণ করেছেন কোহলী। তাঁর খেলোয়াড়ি মানসিকতার প্রশংসা করছি। যাঁরা কোটি কোটি মানুষের অণুপ্রেরণা, তাঁদের এই ধরনের আচরণ করতে দেখে খুব ভাল লাগছে।’’
ভারত অধিনায়কের প্রশংসার পাশাপাশি মিরের বিশ্বাস হারের ধাক্কা কাটিয়ে ফিরবে ভারত। তিনি বলেন, ‘‘বিরাটের আচরণেই বোঝা যাচ্ছে তাঁর মধ্যে কতটা আত্মবিশ্বাস রয়েছে। ভারত ঠিক ফিরে আসবে। আমি অবাক হব না যদি এই বিশ্বকাপে ফাইনালে ভারত-পাকিস্তানকে মুখোমুখি হতে দেখি।’’
কোহলীর পাশাপাশি জয়ের জন্য পাক দলেরও প্রশংসা করেছেন প্রাক্তন পাক অধিনায়ক। তাঁর মতে, বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছে পাকিস্তান। তবে ভারতকে হারিয়ে উচ্ছ্বাসে ভেসে না গিয়ে পরের ম্যাচগুলির জন্য বাবরদের তৈরি হওয়ার পরামর্শ দিয়েছেন মির।