পাক ম্যাচ হেরে হতাশ শামি ছবি: টুইটার থেকে।
ক্রিকেট তারকাদের পরে এ বার মহম্মদ শামির পাশে দাঁড়ালেন রাজনীতির দুনিয়ার ব্যক্তিত্বরাও। কংগ্রেস নেতা রাহুল গাঁধী থেকে শুরু করে অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি শামিকে হেনস্থার প্রতিবাদ করেছেন। এই ঘটনায় বিজেপি চুপ কেন, সেই প্রশ্নও উঠেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর থেকেই নেটমাধ্যমে হেনস্থার শিকার হন শামি। ম্যাচে ৩.৫ ওভারে ৪৩ রান দেন ভারতের জোরে বোলার। বাকি বোলাররাও কেউ ভাল করতে পারেননি। কিন্তু বেশির ভাগের আক্রমণের নিশানায় ছিলেন শামি। তাঁকে ধর্ম তুলে আক্রমণ করা হয়। তারই প্রতিবাদে সরব হয়েছেন রাহুলরা।
টুইটারে রাহুল লেখেন, ‘শামি, আমরা তোমার পাশে আছি। ওদের কেউ ভালবাসে না বলে ওদের মন ঘৃণায় ভরে গিয়েছে। ওদের ক্ষমা করে দাও।’
Mohammad #Shami we are all with you.
— Rahul Gandhi (@RahulGandhi) October 25, 2021
These people are filled with hate because nobody gives them any love. Forgive them.
টুইট করেন ওয়াইসিও। তিনি বলেন, ‘খেলায় হার-জিত থাকে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হারার পরে যে ভাবে শামিকে নিশানা করা হচ্ছে, তা সংখ্যালঘুদের প্রতি ঘৃণা থেকেই হচ্ছে। দলে ১১ জন ক্রিকেটার থাকে। হারের দায় এক জনের হতে পারে না। বিজেপি সরকার কি এই ঘটনার নিন্দা করবে?’
हार-जीत होती रहती है, लेकिन कल के मैच को लेकर जिस तरह से @MdShami11 को निशाना बनाया जा रहा है, वह मुसलमानों के प्रति नफ़रत और कट्टरता को दर्शाता है। क्या @BJP4India सरकार इसकी निंदा करेगी? #Shami pic.twitter.com/E62Z7CnSDx
— Asaduddin Owaisi (@asadowaisi) October 25, 2021
শামির হেনস্থায় চুপ থাকেননি ক্রিকেট মহল। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বীরেন্দ্র সহবাগ, হরভজন সিংহ, ইরফান পাঠানরা এই ঘটনার নিন্দা করে শামির পাশে দাঁড়িয়েছেন।