জয় শাহ। — ফাইল চিত্র।
আইসিসি চেয়ারম্যান হিসাবে দু’টি মেয়াদ পূর্ণ করার পর তৃতীয় বার না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রেগ বার্কলে। সেই পদে জয় শাহের আসীন হওয়ার জল্পনা শোনা যাচ্ছে। বিদেশি সংবাদমাধ্যমে লেখালেখি হচ্ছে, জয় জোর করাতেই নাকি আইসিসি-র পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বার্কলে। সেই মতের বিরোধিতা করে তাদের আক্রমণ করলেন সুনীল গাওস্কর।
ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, কিছু ‘পুরনো ক্ষমতাশালী’ দেশই এই দুর্নাম রটাচ্ছে। এক কলামে তিনি লিখেছেন, “গ্রেগ বার্কলে তৃতীয় বার চেয়ারম্যান পদে না থাকার সিদ্ধান্ত জানানোর পরে পুরনো ক্ষমতাশালী দেশের সংবাদমাধ্যম রটাচ্ছে যে, জয় শাহই নাকি ওকে জোর করে সরিয়েছে।”
এর পরেই গাওস্করের আক্রমণ, “বার্কলে হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছেন নাকি? সবার সামনেই কথাটা বলেছেন। সেখানে বৃদ্ধ ক্ষমতাশালী দেশের প্রতিনিধিরাও ছিলেন। ওঁরা তখন কিছু বলেননি কেন? ওঁদের প্রতিনিধিরা কী করছিলেন সেই বৈঠকে?” গাওস্কর নাম না করলেও অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশ থেকেই যে জয় শাহের বিরুদ্ধে প্রশ্ন তোলা হচ্ছে, তা বোঝা গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। যদিও মনে করা হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সমর্থন পাবেন শাহ।
গাওস্করের মতে, জয় শাহ আইসিসি চেয়ারম্যান হলে আদতে গোটা বিশ্বের ক্রিকেটারদেরই লাভ হবে। তিনি লিখেছেন, “জয় শাহ হয়তো পরবর্তী আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন। পুরুষ এবং মহিলা, উভয় ক্ষেত্রেই ভারতীয় ক্রিকেটের জন্য উনি যা করেছেন, তাতে উনি আইসিসি চেয়ারম্যান হলে গোটা বিশ্বের ক্রিকেটারদের উপকার হবে।”